National

স্বাভাবিকের চেয়ে উষ্ণ গ্রীষ্ম আসছে, আতঙ্কের পূর্বাভাস দিল আইএমডি

এপ্রিল থেকেই আগুনে গরমে জ্বলতে শুরু করবে ভারতের বড় অংশ। ১১৬ বছরের মধ্যে উষ্ণতম গ্রীষ্মকাল গেছে ২০১৬ সালে। ২০১৭-তে গরম সেই রেকর্ডও ভেঙে চুরমার করে দেবে বলে পূর্বাভাস দিল ইণ্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। গরমে দেশের কোর জোন অর্থাৎ পশ্চিম প্রান্তের রাজ্যগুলি থেকে শুরু করে উত্তর ও মধ্য ভারত হয়ে এই গরম হাড়েহাড়ে টের পাবেন পশ্চিমবঙ্গ, ওড়িশার মানুষ। যে গরম পড়তে চলেছে তা আগের সব রেকর্ড ভেঙে দেবে। তবে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে এই গরমের ছেঁকা বেশি লাগবে বলেই মনে করছেন আবহবিদেরা। মার্চ থেকে শুরু করে মে মাস। এই সময়কালকে দেশে গরমের সময় বলে ধরা হয়। তারপর বর্ষা। কিন্তু বর্ষার আগে দেশবাসীর জন্য অপেক্ষা করছে প্রাণান্তকর গরম। আবহাওয়ার পরিবর্তনের হাত ধরে গরম যে বাড়ছে তা গত বছরই মালুম হয়েছে। রাজস্থানের ফালোডি পৌঁছেছিল ৫১ ডিগ্রিতে। মারা গিয়েছিলেন শতাধিক মানুষ। এবার আগেভাগেই তেমনই একটা ইঙ্গিত দিয়ে রাখল আইএমডি। সতর্কও করল। গরমের পূর্বাভাস সামনে এনে কার্যত প্রত্যেক রাজ্যের সরকারকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখল তারা। এত গরমে খরার সম্ভাবনার কথাও মাথায় রাখার। যা খাদ্যে টান ফেলতে পারে। গরম এখনও কিছু কম নয়। তবে কোথাও একটা শীতের ত্বকটান আছে। কথায় বলে দোল কেটে গেলেই সেই টানটুকুও উধাও হয়ে যায়। এটা বহু বছরের অভিজ্ঞতার ফল। ফলে দিন আর বেশি বাকি নেই। তারপরই পশ্চিমবঙ্গ সহ দেশের একটা বড় অংশের মানুষকে সইতে হবে গা জ্বালানো হাঁসফাঁস করা ভয়ংকর গরম।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button