নবমী দশমীতে বৃষ্টি কতটা, নিম্নচাপ নিয়ে আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর শেষ ২ দিন বৃষ্টি চাইছেন না বঙ্গবাসী। কিন্তু আবহাওয়ার ভ্রুকুটি তো রয়েছেই। নিম্নচাপ নিয়ে আরও পরিস্কার আপডেট দিল আবহাওয়া দফতর।

মহাষ্টমীতে হালকা বৃষ্টি পেয়েছে কলকাতা। আকাশ ছিল মূলত মেঘলা। তবে সেটা কি ট্রেলার ছিল? নবমী ও দশমীতে কি অন্য কিছুই অপেক্ষা করছে? এমন আশঙ্কা গত কয়েক দিনের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল।
নিম্নচাপ সম্বন্ধে আপডেট দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে নবমীর দিন। তারপর সেটা ক্রমশ বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম দিকে ধাবিত হবে।
বিজয়াদশমীর দিন তা আরও সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নেবে। তারপর তা মধ্য পশ্চিম দিকে এগিয়ে যেতে থাকবে। অবশেষে ৩ অক্টোবর সেটি ওড়িশার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
এর জেরে ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টি সহজে থামার নয়। ৪ দিন ধরে চলবে বৃষ্টি। ওড়িশার কালাহান্ডি, কান্ধামল, গজপতি এবং রায়গড় জেলায় কমলা সতর্কতা থাকছে।
বিজয়াদশমীর দিন এসব এলাকা ভাসতে চলেছে বলেই পূর্বাভাস। তবে কি আপাতত পশ্চিমবঙ্গের ওপর থেকে বৃষ্টির ধাক্কা কমল? এমন একটা সম্ভাবনা তৈরি হলেও বৃষ্টি কিন্তু হবে বলেই অভিমত আবহবিদদের।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির বাংলায় প্রবেশের সম্ভাবনা তেমন না থাকলেও তার একটা প্রভাব বাংলার ওপর পড়বে। আর তা পুজোর মধ্যেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা