State

শুক্রবার থেকে রাজ্যের ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

শুক্রবার থেকে রাজ্যের ৫টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একটি ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় এই অতিভারী বৃষ্টি হতে চলেছে।

পুজো আর মোটামুটি ২ সপ্তাহ। মহালয়া পার করলেই উৎসবের পালে হাওয়া লেগে যাবে। এখন তাই যেমন চলছে জোরকদমে পুজোর প্রস্তুতি, তেমনই মানুষ পুজোর কেনাকাটা নিয়ে ব্যস্ত।

এরমধ্যে কেউই বৃষ্টি চাইছেন না। বিশেষত সপ্তাহের শেষের দিনগুলোয়। যখন ছুটি কাজে লাগিয়ে মানুষ কেনাকাটায় মন দিতে পারেন। আবহাওয়া দফতর কিন্তু শুক্রবার থেকে রাজ্যের ৫টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

একটি ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় এই রাজ্যগুলি ভাসতে চলেছে। ইতিমধ্যেই ৫টি জেলার জন্য সতর্কতা জারি হয়েছে। অনেকেই এখন জানার চেষ্টা করছেন তালিকায় কলকাতা কি রয়েছে?

কলকাতার জন্যও বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে যে ৫টি জেলার তালিকা আবহাওয়া দফতর দিয়েছে তাতে কলকাতা নেই।

৫টি জেলাই উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সবচেয়ে বেশি বৃষ্টি পেতে পারে।

উত্তরবঙ্গ যেখানে ভাসতে চলেছে সপ্তাহান্তে সেখানে দক্ষিণবঙ্গের জন্যও কিন্তু রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অনেক জেলাই বৃষ্টিতে ভিজতে চলেছে। তবে তা অতিভারী বৃষ্টি নয়।

দক্ষিণবঙ্গবাসীর জন্য অন্য পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি গলদঘর্ম অবস্থাও বজায় থাকবে। কলকাতাতেও সেই আবহাওয়াই থাকবে। কলকাতার মানুষকে বৃষ্টির পাশাপাশি গলদঘর্ম একটা অবস্থাও সহ্য করতে হবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *