National

বিশেষ পূর্বাভাস, সামনের সপ্তাহে বৃষ্টি নিয়ে সতর্ক করল মৌসম ভবন

সামনের সপ্তাহ নিয়ে বিশেষ পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দেশজুড়েই এই পূর্বাভাস প্রযোজ্য। যা অবশ্যই দেশের সাধারণ মানুষকে আগেভাগে সতর্ক করল।

Published by
News Desk

ভারতে এখন ভরা বর্ষা। গোটা ভারতটাই এখন বর্ষার আওতায় এসে পড়েছে। অনেক জায়গায় বৃষ্টি যথেষ্ট হচ্ছে। এ বছর বর্ষা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর।

বর্ষার এখনও পর্যন্ত যে চিত্র দেখতে পাওয়া গেছে তাতে আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মিলে যাচ্ছে। সারা ভারতজুড়েই আগামী সপ্তাহে বর্ষা নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ভারতজুড়েই সামনের সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতের অধিকাংশ রাজ্যই বৃষ্টিতে ভাসবে। ভারতের পার্বত্য এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি তো চলছেই। সেই বৃষ্টির দাপট আরও বাড়তে পারে আগামী এক সপ্তাহে।

এছাড়া রাজস্থানেও ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কোঙ্কণ উপকূল সহ বিস্তীর্ণ জায়গায়। অন্যদিকে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এখানে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। যেখানে প্রবল বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করে সেখানকার মানুষজনকে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভরা বর্ষায় ভারত এখন বৃষ্টির গ্রাসে। অনেক জায়গাতেই অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস আগেভাগেই সেখানকার মানুষজনকে প্রয়োজনীয় সতর্কতা বন্দোবস্ত করে নিতে সুবিধা করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather