World

মাত্রা ছাড়াবে গরম, কি হতে চলেছে এবার

গরম এখন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বিশ্বজুড়ে। বিভিন্ন প্রান্তে গরম মাত্রা ছাড়াচ্ছে। এরমধ্যেই ফের এল হাড় হিম করা পূর্বাভাস।

Published by
News Desk

এখন গ্রীষ্মকাল আসছে মানেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রাহি ত্রাহি রব। কারণ বিশ্ব উষ্ণায়নের হাত ধরে এখন প্রায় সব জায়গাই স্বাভাবিকের চেয়ে বেশি গরমের মুখে পড়ছে। তাপপ্রবাহ হচ্ছে ঘনঘন। প্রাণান্তকর গরম সহ্যের সীমা ছাড়াচ্ছে।

যেমন ইতিমধ্যেই আফ্রিকা মহাদেশের শৃঙ্গ বলে পরিচিত হর্ন অফ আফ্রিকা-র ৪ দেশে গরম স্বাভাবিকের ওপর থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যা টের পাওয়ার দিন ইতিমধ্যেই শুরু হয়েছে।

একাধিক আবহাওয়া সংক্রান্ত সংস্থা এই ৪ রাষ্ট্রে মার্চ থেকে মে মাস পর্যন্ত এক অসহ্য গরমের পূর্বাভাস দিয়েছে। হর্ন অফ আফ্রিকা মানে ৪টি দেশ। সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া।

এই ৪টি রাষ্ট্রের গরম এমনিতেই বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ। সেই গরমকেও এবার ছাড়িয়ে যেতে চলেছে এখানকার পারদ। ফলে এখানকার বাসিন্দাদের রাতের ঘুম ওড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংক্রান্ত সংগঠন আইজিএডি জানিয়েছে ইতিমধ্যেই হর্ন অফ আফ্রিকার ৪টি রাষ্ট্রের প্রায় ৬ কোটি ৭০ লক্ষ মানুষ খাদ্য সুরক্ষার বাইরে রয়েছেন। এই পূর্বাভাসের পর সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে আইজিএডি।

এখানেই শেষ নয়। আবহাওয়া সংক্রান্ত সংস্থার পূর্বাভাস বলছে এবার গরমে হর্ন অফ আফ্রিকার ৪টি রাষ্ট্র ছাড়াও কেনিয়া, বুরুন্ডি, রোয়ান্ডা, দক্ষিণ সুদান এবং উগান্ডার একাংশ স্বাভাবিকের চেয়েও বেশি শুকিয়ে যাবে। ফলে সেখানে খরা পরিস্থিতি সৃষ্টি হওয়া নতুন কিছু নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk