National

রাজ্যের কোন কোন অংশে কবে পর্যন্ত ভারী বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের কোন কোন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কবে পর্যন্তই বা চলবে বৃষ্টি। তার একটা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।


পশ্চিমবঙ্গের দক্ষিণভাগ জুলাই মাসে শুকনোই কেটেছে। তুলনায় উত্তরে ভাল বৃষ্টি হয়েছিল। তবে অগাস্ট পড়তে বৃষ্টির ধরন দক্ষিণে বদলেছে। দক্ষিণবঙ্গ ভাল বৃষ্টি পাচ্ছে। বুধবার সকালে ভ্যাপসা গরম থাকলেও বেলা বাড়তেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয় কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। অনেক জায়গায় বৃষ্টির জেরে জলও জমে যায়। আকাশ ছিল মেঘে ঢাকা।


আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভাল বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।


পশ্চিমবঙ্গে যখন ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তখন কার্যত তছনছ হয়ে যাওয়া হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জন্য আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির দাপট বৃহস্পতিবার পর্যন্ত চললেও উত্তরাখণ্ডের ক্ষেত্রে তা আরও ৪ থেকে ৫ দিন চলবে।


এমনিতেই উত্তরাখণ্ডে বৃষ্টির জেরে অনেক মানুষের প্রাণ গেছে। অনেক পাহাড়ি শহরের হাল বেহাল। ধসের ধাক্কা ও প্রবল তোড়ে বিভিন্ন নদীর জল বইতে থাকা স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে। অনেক জায়গা ধস ও প্রবল বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


অন্যদিকে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই রাজ্যগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *