SciTech

এমন বিস্ময়কর ৭টা দিন প্রথম দেখল পৃথিবী

পৃথিবীর মানুষ এমন কটা দিন দেখেননি যা তাঁরা টানা ৭টা দিনে দেখলেন। টানা ৭ দিন মানে জুলাইয়ের প্রথম সপ্তাহটা। যা এক বিস্ময়কর অভিজ্ঞতা।

এ কোন পৃথিবী? একে সহজে চিনে উঠতে পারছেন না বিশ্ববাসী। তাঁদের চারধারটা কেমন যেন বদলে যাচ্ছে। এমন অসহ্য, অস্বস্তিকর পরিস্থিতি তাঁরা আগে কখনও দেখেননি।

নিজের চেনা শহর বা গ্রামের পরিবেশে এতটা বদল? গরম তো আগেও দেখেছেন, কিন্তু এমন বদলে যাওয়া গা জ্বালানো অসহ্য উত্তাপ! এমনটা তো আগে কখনও দেখা যায়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

চিনে অতি ভয়ংকর হয়ে ওঠা তাপপ্রবাহ হোক বা স্পেনের ইতিহাস লেখা খরা। ভারতও এমন গরম কখনও দেখেনি। বিশ্ব আবহাওয়া সংগঠন তারই রেশ ধরে কার্যত যা শোনাল তা এক বিস্ময়।

জুলাই মাসের প্রথম সপ্তাহে বিশ্ব যে গরম দেখেছে তা এর আগে দেখেননি বিশ্ববাসী। রেকর্ড গড়া সবচেয়ে গরম ৭টা দিন কাটালেন তাঁরা।

তাপপ্রবাহ, খরা, শুকিয়ে যাওয়া নদী, নালা, পুকুর, দিঘি যে ভয়ংকর ইঙ্গিত বহন করছে, যেভাবে অতি দ্রুত গতিতে বদলে যাচ্ছে আবহাওয়ার চেনা চেহারা, তাতে গরমেই না শেষের পথে পা বাড়ায় মানবসভ্যতা! এমন আশঙ্কা কিন্তু করতে শুরু করেছেন বিশেষজ্ঞেরা।

একে গরমকাল, তার মধ্যে এল নিনো-র দাপট বৃদ্ধি, সেই সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ পরিবর্তনের প্রভাব, বিশ্ববাসীকে কিন্তু নিশ্চিন্ত রাখতে আর পারল না।

বরং তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা বরফ গলে সমুদ্রের ফেঁপে ওঠার ভয়াবহতাকেও তুচ্ছ করে এখন বিশ্ব ভাবছে এত দ্রুত আবহাওয়ার পরিবর্তন তারা সহ্য করে উঠতে পারবে তো! এর থেকেও খারাপ দিন যদি আসে তখন মানুষ বাঁচবে তো! চিন্তা কিন্তু থেকেই গেল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *