National

এপ্রিলের গরম ১২২ বছরের রেকর্ড ভাঙল, মে মাসে কি হবে জানাল আবহাওয়া দফতর

বিগত ১২২ বছরেও এপ্রিল মাসে এমন গরম দেখেনি বেশ কয়েকটি জায়গা। কোথায় কোথায় তা জানাল আবহাওয়া দফতর। এসব জায়গা মে মাসেও পুড়বে।

এপ্রিল শেষ হল শনিবার। তবে এই এপ্রিল জুড়েই পুড়তে হল ভারতের একটা বড় অংশকে। পশ্চিমবঙ্গও টানা এতদিন তাপপ্রবাহ দেখেনি।

এদিকে এপ্রিলের গরম এবার অনেক জায়গায় ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বিগত ১২২ বছরে এপ্রিল মাসে এমন গরম দেখেনি সেসব জায়গা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

আবহাওয়া দফতর জানিয়েছে ভারতের উত্তর পশ্চিম অংশ এবং মধ্য অংশ ১২২ বছরে এত গরম এপ্রিল মাসে দেখেনি। শুধু এপ্রিল মাস বলেই নয়, গত মার্চ মাসেও একই ছবি ধরা পড়েছিল।

গরমে উত্তর পশ্চিম ও মধ্য ভারত ১২২ বছরের রেকর্ড ভেঙেছিল। এপ্রিলেও ঠিক সেটাই হল। এখনও সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

এখন প্রশ্ন হল মে মাসে ভারতের উত্তর পশ্চিম ভাগ এবং মধ্য ভাগ সহ বাকি অংশে গরম কতটা ভোগাবে? সে প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া দফতর। যা থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন যাবে তারও পূর্বাভাস পাওয়া গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে মে মাসেও এই একই গরম ভোগ করতে হবে পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম ভারতকে। কিন্তু এই অংশ বাদ দিলে বাকি ভারতে মে মাসে কোথাও স্বাভাবিক তো কোথাও স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে পারদ।

ভারতের দক্ষিণ অংশে পারদ স্বাভাবিকের চেয়ে নিচে থাকার সম্ভাবনা বেশি। কারণ আগেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল ভারতের দক্ষিণ ভাগ এবার অস্বাভাবিক গরমের মুখে পড়বে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *