State

সন্ধের পর বাড়বে বৃষ্টি, ঠান্ডা বাড়বে কবে, বিস্তারিত জানাল আবহাওয়া দফতর

এ রাজ্যে টানা বৃষ্টি চলছে সকাল থেকেই। সেই বৃষ্টির তোড় সন্ধের পর আরও বাড়বে বলেই পূর্বাভাস। ওড়িশা হয়ে বাংলার দিকেই আসছে নিম্নচাপ।

রবিবার সকাল থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা হয়ে উপকূল ধরে বাংলার দিকে আগুয়ান হচ্ছে।

ফলে সন্ধের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে উপকূলীয় এলাকায়। এদিন মধ্যরাতের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার জেরে সোমবারও বৃষ্টি হবে।

রবিবার সন্ধে থেকে ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

কলকাতায় বৃষ্টি ক্রমশ আবার কমতে শুরু করবে সোমবার বিকেল থেকে। তারপর আকাশ পরিস্কার হবে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়েই পরিস্থিতি উন্নত হবে। বৃষ্টি কমবে।


নিম্নচাপ হয়ে জাওয়াদ উপকূলীয় এলাকা ধরে এগোতে এগোতে শক্তিক্ষয় করবে। ফলে তারপর বৃষ্টি উধাও হয়ে রোদের দেখা মিলবে। এদিকে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

এমন এক সময় বৃষ্টিতে নাজেহাল মানুষ ভুলতে বসেছেন যে এটা শীতের সময়। হেমন্ত প্রায় শেষ। শীতের পদধ্বনি শোনার পালা। কিন্তু সে সব মুছে এখন শ্রাবণের ধারাপাত চলছে।

তবে এবার শীত কবে থেকে পড়বে? আবহাওয়া দফতর জানাচ্ছে ঠান্ডা বাড়তে পারে আগামী ১১ ডিসেম্বর থেকে। তাও স্বল্প সময়ের জন্য।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button