National

বর্ষা বিদায় শুরু, কবে থেকে জানাল আবহাওয়া দফতর

এবার যথেষ্ট বৃষ্টি পেয়েছে দেশ। বর্ষার ঘাটতি এবার হয়নি। পুজোর আগেই শুরু হবে বর্ষা বিদায়ের পালা। কবে থেকে তাও জানিয়ে দিল আবহাওয়া দফতর।

সামনেই দুর্গাপুজো। যদিও করোনার জেরে এবারও দুর্গাপুজো যে দারুণ জমবে এমটা হয়তো নয়। তবু পুজোর দিনগুলোয় ঝলমলে আকাশই চাইছেন সকলে।

এবার পরপর নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে জেরবার মানুষ। তাই প্রায় সকলেরই প্রশ্ন বর্ষা বিদায় নেবে কবে থেকে? আদৌ উৎসবের মরসুম ঝলমলে আকাশে কাটবে তো? এর উত্তর অবশ্য এদিন দিয়ে দিল মৌসম ভবন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বর্ষা এবার বিদায় নেওয়ার পালা শুরু করছে মহালয়ার দিন থেকে। তারপর ক্রমশ গোটা দেশ থেকে পাততাড়ি গুটোবে বর্ষা। এবারের মত শেষ হবে মেঘলা আকাশ, বৃষ্টির দাপট।

বরং বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার রমরমা। হিমেল হাওয়ায় ক্রমশ হেমন্তের পরশ লাগবে আকাশে বাতাসে। তবে তা অবশ্যই দুর্গাপুজোর আগে নয়। কারণ মহালয়া থেকে মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেওয়া শুরু করলেও তা পুরোপুরি বিদায় নিতে কিছুটা সময় লাগবে।

এবার অবশ্য বর্ষা বিদায় শুরু হতে দেরি হয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, প্রায় ৩ সপ্তাহ পর থেকে বর্ষা বিদায় শুরু হতে চলেছে দেশে। মৌসম ভবন বর্ষা বিদায় শুরুর দিন জানালেও এটা জানাতে পারেনি যে কবে বর্ষা পুরোপুরি বিদায় নেবে দেশ থেকে।

এদিকে বর্ষা বিদায় মহালয়ার দিন থেকে শুরু হবে ঠিকই হবে তা শুরু হবে দেশের উত্তর পশ্চিম প্রান্ত থেকে। ফলে এ রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় ঠিক কবে নেবে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *