National

দেশে কবে ঢুকছে বর্ষা, জানাল আবহাওয়া দফতর

জ্যৈষ্ঠ মাসের মাঝে রয়েছে সময়। তবে এমনই একটা সময়ে দেশে প্রবেশ করে বর্ষা। এবার কবে প্রবেশ করছে বর্ষা, জানাল আবহাওয়া দফতর।

মধ্য জ্যৈষ্ঠের উত্তাপে কিছুটা হলেও জল ঢেলেছে ঘূর্ণিঝড় যশ। এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশে মেঘ রোদের খেলা। গরম কিছুটা হলেও কম।

এদিকে এ রাজ্যে যখন মধ্য জ্যৈষ্ঠের উত্তাপ বজায় থাকে তখন দেশে বর্ষার প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়ে যায়। প্রতি বছরই কেরালা দিয়ে বর্ষা ভারতে প্রবেশ করে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কেরালা দিয়ে ভারতে বর্ষা প্রবেশ করার মোটামুটি ৭ থেকে ৮ দিন পর এ রাজ্যে বর্ষা প্রবেশের সূচি থাকে। তবে তা সবসময় যে মেলে তাও নয়।

অনেক সময়ই দেরিতে বর্ষা ঢোকে এ রাজ্যে। আবার কেরালায় খাতায় কলমে ১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এবার তার ১ দিন আগেই বর্ষা সেখানে প্রবেশ করবে মনে মনে করছে মৌসম ভবন।

মৌসম ভবন জানাচ্ছে, বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। ফলে সোমবারই কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে। চলতি বছরে সারা দেশে বর্ষা কেমন হবে? এ প্রশ্ন প্রতি বছরই থাকে।

এবার ১ মাস আগেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল যে এবার দেশে বর্ষা স্বাভাবিক হতে চলেছে। ফলে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে দেশে। যা দেশের কৃষি ক্ষেত্রের জন্য কার্যতই সুখের খবর।

Show More