Kolkata

জ্যৈষ্ঠে বর্ষার গন্ধ, নিম্নচাপের জেরে ভিজছে শহর থেকে গ্রাম

বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। ঘন মেঘে ঢাকা আকাশ। সঙ্গে মাঝেমধ্যেই বৃষ্টি।

কলকাতা : গত বুধবারের কালবৈশাখী যে গতিতে বয়ে গেছে তা সুদূর অতীতেও অমিল। ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে বয়ে গেছে ঝড়। যার জেরে গাছ থেকে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে অনেক জায়গায়। ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার আতঙ্ক তৈরি করে দিয়েছে মানুষের মনে। এদিকে বুধবার ঝড়বৃষ্টির পরও আকাশে বিদ্যুতের ঝলকানি ছিল রাত পর্যন্ত। সঙ্গে মেঘের গর্জন। রাতের দিকে অনেক জায়গায় ফের বৃষ্টি নামে। রাতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ভোরের দিকে বৃষ্টি আরও বাড়ে। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজায় ছিল। বেলা বাড়লে বৃষ্টি কমলেও মেঘে ঢাকা ছিল আকাশ।

আবহাওয়া দফতর আগেই অবশ্য এই ঝড়বৃষ্টি নিয়ে মানুষকে সতর্ক করেছিল। বিহার থেকে উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়। ফলে এই মেঘের আস্তরণ ও বৃষ্টি। এই পরিস্থিতি এখনও বজায় থাকবে বলেই পূর্বাভাস। এদিকে এভাবে বৃষ্টির জেরে এদিন সকাল থেকে কলকাতার রাস্তায় কাদা প্যাচপ্যাচ করেছে। মানুষের দুর্ভোগ বেড়েছে।

নিম্নচাপের জেরে অবশ্য একটা দিক থেকে রেহাই পেয়েছেন এ রাজ্যের মানুষ। গোটা উত্তর ভারত জুড়ে যেভাবে তাপপ্রবাহের তাণ্ডব চলছে সেখানে এমন ভরা গ্রীষ্মে বর্ষার আমেজ গরমের আঁচও টের পেতে দেয়নি রাজ্যবাসীকে। এদিকে ক্রমশ বর্ষা এগিয়ে আসছে। ফলে গরম এমনিতেই প্রশমিত হওয়ার সময় এসে গেছে। কটাদিন এভাবে কেটে গেলে এ রাজ্যে এবার সেভাবে গ্রীষ্মের চরম গরমের অনুভূতিটাই টের পেতে হবে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *