National

বর্ষা ঢুকছে কবে, জানাল স্কাইমেট

কেরালা রাজ্য দিয়েই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বর্ষা। প্রতিবছরই কেরালা হয়ে মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। তারপর ছড়িয়ে পড়ে। ফলে ভারতে কেরালাই প্রথম বর্ষার স্বাদ পায়। সাধারণত কেরালায় বর্ষা আসে মে মাসের একদম শেষ অথবা জুনের শুরুতেই। এবার কেরালায় বর্ষা প্রবেশ করবে ৪ জুন। এমনই একটি পূর্বাভাস দিল বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট।

৪ জুন বর্ষা কেরালায় প্রবেশ করার পূর্বাভাস দিয়ে স্কাইমেট জানিয়েছে এর চেয়ে ২ দিন আগেও কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে। কেরালায় বর্ষা প্রবেশ করার ৮-৯ দিন পর পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে। সেই দিনটা সাধারণত হয় ৮ জুন। কিন্তু এবার স্কাইমেট যা হিসাব দিয়েছে তাতে বর্ষা রাজ্যে প্রবেশ করতে আরও দিন পিছবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গতবছর কেরালা এক ভয়ংকর বর্ষা দেখেছিল। বন্যায় ভেসে গিয়েছিল কেরালার সিংহভাগ। দেশ তো বটেই বিদেশেও সেই বন্যার খবর শিরোনামে জায়গা করে নিয়েছিল। দীর্ঘ সময় লেগে গিয়েছিল ফের কেরালাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এবার বর্ষায় অন্তত সেই স্মৃতি আর ফেরত চাননা কেরলবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *