Kolkata

শহরে বিক্ষিপ্ত বর্ষণে বর্ষার আমেজ, বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

গত সোমবার ভোর থেকেই শহরের মুখ ভার। মেঘলা আকাশ। মাঝেমাঝে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলারই ছবিটা ছিল একরকম। বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্প একে অপরের সংস্পর্শে এসে মেঘের সঞ্চার করে। আর তা থেকেই পশ্চিমাঞ্চল হয়ে রাজ্যের দক্ষিণভাগে ছড়ায় মেঘ আর বৃষ্টি।

সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে অনেক জায়গায় প্রবল বৃষ্টি হয়। বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। সকালেও কলকাতার অনেক জায়গায় অল্পস্বল্প বৃষ্টি হয়েছে। আকাশ ছেয়ে থেকেছে মেঘে। বেলার দিকে কোথাও কোথাও রোদের ঝলক নজর কাড়লেও দ্রুত তা উধাও হয়ে ফের মেঘ ছেয়েছে আকাশে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

হাওয়া অফিস বলছে, এই অবস্থা মঙ্গলবার পর্যন্ত চলবে। বুধবার সকাল থেকে আবহাওয়ার অবস্থার উন্নতি হবে। রোদ উঠতে শুরু করবে। কেটে যাবে এই বসন্তের বর্ষা। আপাতত সেদিকেই চেয়ে সকলে। কারণ অকাল বর্ষণ শুধু ফসলের ক্ষতিই করছে না, ঋতুর চরিত্র পর্যন্ত বদলে ছাড়ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *