Kolkata

ভরা শীতে ভরা বর্ষা, গায়ে সোয়েটার, মাথায় ছাতা

মঙ্গলবার পৌষ মাসের ২ তারিখ। এসময়ে শীতের কনকনানি, সঙ্গে ভোরের দিকে হাল্কা কুয়াশা দেখতেই ভাল লাগে। কিন্তু এদিন ভোরের আলোই ফুটেছে বৃষ্টির ধারাপাতে। প্রবল বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে। কোথাও ঝিরঝির, কোথাও তারচেয়ে বেশি। এভাবেই ঘুম ভেঙেছে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের। ভোরে পড়ুয়ারা স্কুলে গেছে সোয়েটারে মোড়া শরীরের ওপর বর্ষাতি চড়িয়ে। অভিভাবকদের মাথায় ছিল ছাতা। গায়ে শাল, সোয়েটার অথবা জ্যাকেট। ভরা শীতে ভরা বর্ষায় কার্যত নাজেহাল সকলে। সকালটা এদিন টানা বৃষ্টিতেই কেটেছে। ফলে সকালে অফিসমুখী মানুষজন সমস্যায় পড়েন। গরম পোশাকে মুড়ে কাদা লেপা রাস্তা দিয়ে কোনওক্রমে অফিস পৌঁছেছেন তাঁরা।

Kolkata Weather
গলায় মাফলার, মাথায় ছাতা, পড়ছে বৃষ্টি, নাজেহাল শহরবাসী, ছবি – আইএএনএস

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেথাইয়ের তাণ্ডবে তছনছ অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ। ফেথাইয়ের প্রভাবে প্রবল বৃষ্টির কবলে ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ুর কিছু অংশ। তারই জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। পৌষে নেমেছে বর্ষা। গত রবিবার থেকেই মেঘ বৃষ্টির আনাগোনা শুরু হয়েছিল। সোমবার ফেথাই যখন অন্ধ্রতে স্থলভূমিতে প্রবেশ করে তখন কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। সোমবার কখনও বৃষ্টি হয়েছে। কখনও থেমেছে। মঙ্গলবার ভোর থেকে সেই বৃষ্টি তার দাপট বাড়ায়। তবে বেলা বাড়লে বৃষ্টি কিছুটা হলেও ধরে। যদিও আকাশে পুরু মেঘের চাদর বজায় রয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *