Kolkata

আষাঢ়স্য প্রথম দিবসে আগুন ঢালছে সূর্য


খাতায় কলমে বর্ষা এসে গেছে। কদিন আগে মনে হচ্ছিল বৃষ্টি যেভাবে জাঁকিয়ে নেমেছে তাতে এবারের মত গ্রীষ্ম বিদায় হয়ে গেল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার কথা কে বলতে পারে। জ্যৈষ্ঠের শেষ দিনে গরম যে খেলা দেখাল তা ভরা গ্রীষ্মেও দেখায়নি। এই মরশুমে এই প্রথম ৪০ ডিগ্রি ছোঁয় তাপমাত্রা। আগুন ঢালা গরমে বর্ষাতেও প্রাণান্তকর অবস্থা হয় মানুষের।


যতই বর্ষা এসে থাকুক না কেন এই আগুনে গরমের পরিস্থিতি আগামী কদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে জ্বলছে তখন বৃষ্টি ভেজা দিন কাটাচ্ছেন উত্তরবঙ্গের মানুষ জন।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *