Kolkata

চড়ছে পারদ, বাড়ছে গরম, বৈশাখের শুরুতেই নাজেহাল রাজ্যবাসী

অন্যান্য বছর চৈত্র মাসেই যেমন প্রাণান্তকর গরম পড়ে, তা কিন্তু এবার পড়েনি। বরং সহনশীল গরমের সঙ্গে হাল্কা হাওয়া, মাঝেমধ্যে ঝড়বৃষ্টি নিয়ে প্রকৃতি তার বসন্তের ঋতু শর্ত মেনেই চলছিল। কিন্তু একেবারে যেন অঙ্ক কষে বৈশাখে পা দিতেই শুরু হল গরমের তাণ্ডব। চৈত্র সংক্রান্তির আবহাওয়া আর পয়লা বৈশাখের আবহাওয়ার মধ্যে যেন আকাশ পাতাল ফারাক! পয়লা বৈশাখ মানে খাতায় কলমে গ্রীষ্মের শুরু। আর গ্রীষ্ম মানেই প্রবল গরম। তাই যেন সেই শর্ত মেনে পয়লা বৈশাখ থেকেই আগুন ঢালতে শুরু করল প্রকৃতি।

ইতিমধ্যেই কলকাতার পারদ প্রায় ৩৮ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। যা সপ্তাহের শেষের দিকে ৪০ ছুঁয়ে ফেলতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর ঝড়বৃষ্টি? ঝড়বৃষ্টি যে একদম হবে না এমন কথা কিন্তু বলছে না হাওয়া অফিস। বরং উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তারা। তুলনামুলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পাওয়ায় আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *