World

৯০০ বার বাজল প্রাচীন ঘণ্টা, কারণ জেনে মাথা নত করলেন অনেকে

টানা ৯০ মিনিট ধরে ঢং ঢং আওয়াজে বাজতে থাকল ঘণ্টা। প্রাথমিকভাবে বুঝতে অসুবিধা হলেও পরে সকলের কাছে পরিস্কার হয়ে যায় কারণটা।

Published by
News Desk

গত সোমবার বিকেল। আমজনতা বহু দূর থেকেও শুনতে পেলেন গির্জার ঘণ্টা বাজতে শুরু করেছে। ঢং ঢং আওয়াজে বাজছে ঘণ্টা।

প্রথমে মনে করেন গির্জার ঘণ্টা তো বাজতেই পারে। কিন্তু ক্রমে তা সন্দেহে পরিণত হয়। এমনভাবে এক টানা ঘণ্টা বেজে চলেছে কেন?

অনেকের মনেই প্রশ্ন জাগে। এক মিনিট নয়, ৫ মিনিট নয়, আধ ঘণ্টা নয়, ঘণ্টা বেজেই চলেছে! ভুল ভাঙে বিষয়টি জানার পর।

ওয়াশিংটন শহরের ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রাল গির্জায় রয়েছে প্রাচীন একটা ঘণ্টা। অন্য অনেক গির্জার মতই। সেই ঘণ্টাই বেজেছে টানা দেড় ঘণ্টা। এই দেড় ঘণ্টায় ৯০০ বার বেজেছে ঘণ্টাটা। কারণটা শুনে মনে মনে শ্রদ্ধা জানান অনেকেই।

আসলে ২০২০ সালে অতিমারি আমেরিকায় আছড়ে পড়ার পর সেখানে অতিমারিতে এখনও পর্যন্ত প্রাণ গেছে ৯ লক্ষের ওপর মানুষের। গত রবিবারই মৃত্যু সংখ্যা ৯ লক্ষ পার করেছে। ২ বছরে এখনও মোট মৃত্যু ৯ লক্ষ ৫ হাজার পার করেছে।

অচিরেই তা ১০ লক্ষ হয়ে মৃত্যু এক মিলিয়ন পার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সেই মৃত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ঘণ্টাধ্বনি।

প্রতি হাজার মৃত্যু পিছু ঘণ্টাটি ১ বার করে বেজেছে। সেই হিসাবে ৯০০ বার ঘণ্টাটি টানা বেজে গেছে। টানা দেড় ঘণ্টা ধরে। এই ঘণ্টা বাজার লাইভ স্ট্রিমিং হয়েছে সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts