World

কুমির আর ডাইনোসর মেশানো চেহারা, অথচ কচ্ছপ, আজব দর্শন প্রাণির দেখা

পৃথিবীতে প্রাণি বৈচিত্র্যের অভাব নেই। তবে সেইসব চেনা প্রাণিদেরই অদ্ভুত চেহারায় খুঁজে পাওয়া যাচ্ছে। এমনই এক হিংস্র প্রকৃতির কচ্ছপ প্রজাতির প্রাণির দেখা মিলল।

এ যেন সাক্ষাৎ ডাইনোসর। ডাইনোসরের কথা সকলেই শুনেছেন। তাদের চেহারা কেমন ছিল সে সম্বন্ধেও ধারনা রয়েছে সকলের। কেবল স্বচক্ষে জ্যান্ত দেখা হয়নি। কিন্তু হুবহু ডাইনোসরের চেহারার এক প্রাণি ধরা পড়ল সমুদ্রের ধারে।

সমুদ্রের ধারে থাকা একটি ডেকের তলা থেকে উদ্ধার হয়েছে এই কচ্ছপ প্রজাতির প্রাণি। তবে প্রাণি বিশেষজ্ঞেরা সেটিকে কচ্ছপ বলে না দিলে চেনা যেত না। কারণ একটা ডাইনোসরেই তার চেহারার বিবরণ শেষ করা যাবেনা।

এর দর্শন ডাইনোসরের মত। আবার কচ্ছপের যে পিঠের খোলটা থাকে, সেটা এটির কুমিরের গায়ের মতন। কুমিরের শরীরে যেমন উঁচু উঁচু হয় অতি শক্ত চামড়া, ঠিক তেমনই। আবার এই ডাইনোসর ও কুমিরের চেহারার প্রাণিটি আদপে কচ্ছপ প্রজাতির।


কারণ বাকিটা তার কচ্ছপের সঙ্গে মিলছে। বিশেষজ্ঞেরা এদের ডাকেন অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল বলে। এই আজব দর্শন কচ্ছপটি উদ্ধার হয়েছে ওয়াশিংটনের জুয়ানিটা বিচ পার্কে সমুদ্রের ধারের একটি ডেকের তলা থেকে।

সমুদ্রসৈকতে যে লাইফ গার্ডরা থাকেন তাঁরাই এই প্রাণিটিকে উদ্ধার করেন। প্রাণি বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই কুমির ও ডাইনোসরের মত দেখতে কচ্ছপ বিরল দর্শন। এরা অত্যন্ত হিংস্র প্রকৃতিরও হয়ে থাকে।

একবার যদি কোনও মানুষের আঙুল কামড়ে ধরে তবে আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে তারা। কালচে ও বাদামি রংয়ের মিশ্রণের এই ভয়ংকর দর্শন কচ্ছপ অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল আমেরিকার মিষ্টি জলের প্রাণি হিসাবে পরিচিত। তবে তার এমন ডাইনোসর দর্শন আগে দেখা যায়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *