Entertainment

বিনোদ খান্নার শেষকৃত্যে খুঁজে পাওয়া গেল না বলিউডকে, ক্ষুব্ধ ঋষি কাপুর

১৫০টা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এমন নয় যে ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক কাল তাঁর কোনও যোগাযোগ ছিল না। ২০১৭ সালেও তাঁর সিনেমা রয়েছে। তারপরও ইন্ডাস্ট্রির নব্য প্রজন্মের একজন অভিনেতা, অভিনেত্রীর মনে হলনা যে তাঁকে সম্মান জানাতে তাঁর শেষকৃত্যে একবার এসে দাঁড়ানো উচিত। এটাই তো তাঁর শেষ যাত্রা। সেখানে এভাবে তাঁর প্রতি অবহেলাটা না দেখালেও হত। এরা ফ্যাশন প্যারেডে ভিড় জমাতে পারে। কিন্তু একজন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শেষকৃত্যে এসে দাঁড়াতে পারেনা। একের পর এক ট্যুইট বার্তায় বৃহস্পতিবার রাতে বলিউডের নব্য প্রজন্মকে এভাবেই কড়া ভাষায় ধিক্কার জানালেন অভিনেতা ঋষি কাপুর।

ব্লাডার ক্যানসারে আক্রান্ত বিনোদ খান্নার মৃত্যুর পর বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বইতে। সেখানে নব্য প্রজন্মের দুই অভিনেতা অভিষেক বচ্চন ও রণদীপ হুডা ছাড়া কাউকেই দেখতে পাওয়া যায়নি। অথচ এখনকার বলিউড স্টার শাহরুখ খান, সলমন খান, বরুণ ধাওয়ানদের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। কিন্তু বিনোদ খান্নার মত বলিউডের একসময়ে ম্যাচো হিরোর শেষকৃত্যে কাউকে খুঁজে না পাওয়ায় রীতিমত ক্ষুব্ধ অভিভাবকের সুরেই এদিন কড়া কথা শুনিয়েছেন ঋষি কাপুর। সাফ জানিয়েছেন তাঁর ছেলে রণবীর ও স্ত্রী নিতু সিং দেশের বাইরে। না হলে তাঁরা অবশ্যই শেষকৃত্যে অংশ নিতেন। ঋষি কাপুরের আক্ষেপ এক সময়ে যে অভিনেত্রীরা বিনোদ খান্নার সঙ্গে একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এদিন তাঁদের একজনেরও মনে হলনা শেষকৃত্যে একবারের জন্য আসেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button