Sports

অপ্রিতরোধ্য বিজেন্দ্র, দাঁড়াতেই পারলেন না আমুজু

তিনি ভারতীয় বক্সিংয়ের পোস্টার বয়। নাম বিজেন্দ্র সিং। সেই বিজেন্দ্রই শনিবার জয়পুরের সোওয়াই মানসিং স্টেডিয়ামের রিংয়ে ঝড় তুললেন।

তিনি ভারতীয় বক্সিংয়ের পোস্টার বয়। নাম বিজেন্দ্র সিং। সেই বিজেন্দ্রই শনিবার জয়পুরের সোওয়াই মানসিং স্টেডিয়ামের রিংয়ে ঝড় তুললেন। ১০ রাউন্ডের ম্যাচ হল ঠিকই। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিজেন্দ্র বুঝিয়ে দিলেন, প্রতিদ্বন্দ্বী আমুজু যতই হুংকার ছাড়ুননা কেন, রিংয়ে তিনিই সিংহ।

গত অক্টোবর মাস থেকে পেশাদার বক্সিংয়ের জগতে পা রেখেছেন ভারতের হয়ে অলিম্পিক থেকে পদক তুলে আনা বিজেন্দ্র সিং। তারপর থেকে শনিবার, সাকুল্যে ১০টা পেশাদার বক্সিং রিংয়ে নেমেছেন তিনি। আর তার সবকটিতেই জিতেছেন। যার কয়েকটাতে প্রতিদ্বন্দ্বীকে বাউটে অবলীলায় নক আউটও করে দিয়েছেন। সেই ১০০-এ ১০০‌-র রেকর্ড এদিনও অক্ষুণ্ণ রাখলেন বিজেন্দ্র।

শনিবার দর্শকদের সমর্থন ছিল বিজেন্দ্রর জন্যই। উল্টোদিকে ছিলেন ঘানার আর্নেস্ট আমুজু। সেই আমুজু যিনি খেলার আগে হুংকার দিয়েছিলেন, বিজেন্দ্রকে নাকি তিনি রিংয়েই শুইয়ে দেবেন। মজা করে পরামর্শ দিয়েছিলেন বিজেন্দ্র যেন রিং ছেড়ে সিনেমায় মন দেন। রিং তাঁর জন্য নয়। বরং সিনেমার পর্দায় বক্সিং অভিনেতা হিসাবে তাঁকে বেশি মানায়। যদিও এসবের জবাব রিংয়ে টের পাইয়ে দিলেন বিজেন্দ্র।

প্রথম রাউন্ড থেকে সাবধানী বিজেন্দ্র ক্রমশ খোলস ছেড়ে বার হতে থাকেন। যত রাউন্ড এগিয়েছে ততই ভয়ংকর হয়েছেন এই ভারতীয় বক্সার। ১০ রাউন্ডের শেষে যোগ্য হিসাবেই জয় ছিনিয়ে নেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *