National

দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি

গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস-কাঁটা একটু হলেও গলায় খচখচ করছে। সেই খচখচানিকে সঙ্গী করেই বিজয় রূপানির কাঁধে দায়িত্ব দিয়ে ষষ্ঠবারের জন্য গুজরাটে সরকার গড়ল বিজেপি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি।

২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কে নেবেন সে বিষয়ে জল্পনা ছিল তুঙ্গে। দলের ভিতরে অনেকেই বিজয় রূপানির ফের মুখ্যমন্ত্রী পদে বসার ব্যাপারে আপত্তি জানান। কিন্তু মঙ্গলবারের শপথগ্রহণ অনুষ্ঠানের পর স্পষ্ট দল আছে বিজয় রূপানির পাশেই। মঙ্গলবার সকালে অক্ষরধাম মন্দিরে পুজো দিয়ে সোজা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন গেরুয়া রঙের পোশাক পরিহিত বিজয় রূপানি। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে অনুষ্ঠানে শপথগ্রহণ করেন নীতিন প্যাটেল।

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গান্ধীনগরকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রীরা। গুজরাটের রাজ্যপাল ওপি কোহলি মঙ্গলবার গান্ধীনগরের সচিবালয়ের হেলিপ্যাড গ্রাউন্ডে শপথবাক্য পাঠ করান বিজয় রূপানি ও তাঁর মন্ত্রিসভার ১৯ জন সদস্যকে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button