
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি বিজয় মালিয়া। এদিন ইস্তফার পাশাপাশি তাঁর দেশে ফেরার সম্ভাবনাতেও জল ঢেলে দিয়েছেন মালিয়া। এখনই দেশে ফেরার তাঁর কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ঋণখেলাপিতে অভিযুক্ত এই লাইমলাইটে থাকা শিল্পপতি। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ করেনি তিনি। এই অভিযোগে ব্যাঙ্কগুলি একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও বিজয় মালিয়াকে তারা আদালত পর্যন্ত নিয়ে যেতে পারেনি। তার আগেই দেশে ছেড়ে ব্রিটেনে চলে যান মালিয়া। এদিকে ৯০০ কোটি টাকার একটি আর্থিক কেলেঙ্কারিতেও নাম জড়ানোয় তাঁকে তদন্তের স্বার্থে তাঁদের আধিকারিকদের সামনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। কিন্তু ইডির বারবার পাঠানো সেই সমনকেও গুরুত্ব না দিয়ে বিদেশে বসেই আরও সময় চান মালিয়া। এতে ক্ষুব্ধ হয়ে ইডি তাঁর পাসপোর্ট বাতিল করার আর্জি জানায় কেন্দ্রকে। কেন্দ্রীয় সরকারও ব্রিটিশ সরকারকে আবেদন জানায় যে তাঁরা যেন মালিয়াকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও এত কিছুর পরও বহাল তবিয়তেই ব্রিটেনে দিন কাটাচ্ছেন রঙিন মানুষ হিসাবে পরিচিত ভারতীয় এই শিল্পপতি।