World

বন্যা কাড়ল ১৩ জনের প্রাণ, মৃত লক্ষাধিক পশুও


প্রবল বন্যায় ভাসছে ভিয়েতনামের ৫টি প্রদেশ। এখানকার সিংহভাগ অংশ জলের তলায় চলে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়। বন্যার জেরে ১৩ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। সেইসঙ্গে বহু মানুষ ঘরছাড়া। জলের তলায় চলে গেছে ১২ হাজার হেক্টর জমি। ব্যাপক ক্ষতি হয়েছে ধান সহ অন্যান্য ফসলের।


Vietnam
রাস্তা হারিয়েছে জলের তলায়, ছবি – আইএএনএস

এদিকে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার গবাদি পশু ও মুরগির। এখনও যা পরিস্থিতি তাতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। হতে পারে প্রাণহানি। তেমনই আশঙ্কা রয়েছে। ভিয়েতনামে প্রতি বছরই বন্যা, টাইফুনের মত প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। মৃত্যু হয় বহু মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *