বলিউড তারকার এ কি কাণ্ড, সম্পূর্ণ পোশাকহীন হয়ে গাছে চড়লেন, নেমেও এলেন ওভাবেই
বলিউড তারকা তিনি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। সেই বলি তারকা তোলপাড় ফেলে দিলেন। সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় চড়লেন গাছে।
শরীরে এক টুকরো সুতোও নেই। পেশীবহুল শরীর আপাদমস্তক উন্মুক্ত। সেই অবস্থায় তিনি গাছে চড়ছেন। সবুজে ঘেরা এলাকা। সেখানেই একটি সুউচ্চ বৃক্ষের পোক্ত ডালের আনাচেকানাচে পা দিয়ে বেশ দক্ষতার সঙ্গে তিনি গাছে চড়লেন।
গাছে চড়ার সময় যেন পুরো গাছটা একবার চষেও নিলেন। পোশাকহীন মুক্ত শরীরটা যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। তিনি এভাবে গাছে চড়লেন। তারপর নেমেও এলেন। সেই একই পোশাকহীন অবস্থায়।
এই ছবি সামনে আসার পর তিনি রাতারাতি খবরের শিরোনামে। তিনি বিদ্যুৎ জামওয়াল। বলিউডের অ্যাকশন তারকা। ঝুলিতে রয়েছে কমান্ডো, সনক, জঙ্গলি, খুদা হাফিজ, আইবি৭১-এর মত সফল সব সিনেমা। সেই বিদ্যুৎ জামওয়াল পোশাক খুলে এভাবে লজ্জা ত্যাগ করে কেন গাছে চড়লেন? এ প্রশ্ন এখন সকলের।
তাঁর এই সাহসী আচরণের পিছনে কিন্তু অন্যই কারণ রয়েছে। আর তা নিজেই পরিস্কার করেন বিদ্যুৎ। জানান, তিনি কালারিপায়াত্তু অনুশীলন করেন। এই কালারিপায়াত্তুতে একটি অনুশীলন প্রচলিত। যাকে বলা হয় সহজা। তাতে বছরের একটা সময় প্রকৃতির মাঝে এভাবে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় সময় কাটাতে হয়।
এতে নিজের মধ্যের সচেতনতা যেমন বৃদ্ধি পায়, তেমনই প্রকৃতির সঙ্গে আরও বেশি করে একাত্ম হওয়ার সুযোগ পাওয়া যায়। বিদ্যুৎ তাই প্রতিবছর একটা সময় এই কাজটা করে থাকেন। এবার তিনি যেমন পোশাকহীন অবস্থায় গাছে চড়লেন।
প্রসঙ্গত কালারিপায়াত্তু হল কেরালার এক প্রাচীন মার্শাল আর্ট। যাতে রীতিমত দক্ষতা রয়েছে বিদ্যুতের। তিনি কালারিপায়াত্তু নিয়মিত অনুশীলনও করেন। যার ছাপ তাঁর সিনেমার পর্দায় করা অ্যাকশনেও প্রতিফলিত হয়।













