SciTech

এই গ্রহের ১ দিন তার ১ বছরের চেয়েও বড় হয়

গ্রহদের দিনও হয় আবার বছরও হয়। খুব স্বাভাবিকভাবেই বছর হতে যে সময় লাগে দিন তার চেয়ে অনেক কম সময়ে হয়। কিন্তু এই গ্রহে তা হয়না।

অবাক কাণ্ড বললেও কম বলা হয়! কিন্তু সৌরজগতে এমন কত কিছুই তো ঘটে যা মানুষের ভাবনার অতীত। যা জানার পর অবাক হয়ে যান মানুষ।

সৌরমণ্ডলে যে গ্রহগুলি রয়েছে তারা নিজেদের কক্ষে ঘুরছে। কক্ষে একবার ঘুরলে সে গ্রহে ১টা দিন সম্পূর্ণ হয়। আবার সেই গ্রহ সূর্যের চারধারে ১ বার পাক খাওয়ার পর ১টা বছর সম্পূর্ণ করে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যেমন পৃথিবীতে ১টা দিন হয় ২৪ ঘণ্টায়। ১টা বছর হয় ৩৬৫ দিনে। সেটাই স্বাভাবিক। দিন অনেক দ্রুত হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে অনেক বেশি সময় লাগে।

কিন্তু এই সৌরমণ্ডলে শুক্র এমন এক গ্রহ যার ক্ষেত্রে এমনটা হয়না। শুক্রগ্রহও তার কক্ষে ঘুরছে। আবার সূর্যকেও পাক দিচ্ছে। কিন্তু শুক্র একমাত্র গ্রহ যা তার কক্ষে অতি ধীরে ঘোরে। তুলনায় সূর্যকে সে প্রদক্ষিণ করে নির্দিষ্ট সময়েই।

শুক্রগ্রহ সূর্যকে ১ বার প্রদক্ষিণ করতে সময় নেয় ২২৫ দিন। কিন্তু শুক্র তার নিজের কক্ষে ১ বার পাক দিতে সময় নেয় ২৪৩ দিন। এতটাই মন্থর গতিতে ঘোরে শুক্রগ্রহ।

ফলে শুক্রের ১টা বছর ঘুরে যায়, কিন্তু ১টা দিন সম্পূর্ণ হয়না। এমন আজব ঘটনা একমাত্র শুক্র গ্রহের ক্ষেত্রেই ঘটে চলেছে। অন্য কোনও গ্রহের ক্ষেত্রে কিন্তু তার দিন তার বছরের চেয়ে অনেক কম সময়ে সম্পূর্ণ হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *