Entertainment

‘ভ্যারাইটি’র ৫০০ প্রভাবশালী বিনোদন জগতের মানুষের তালিকায় নাম সলমন, প্রিয়াঙ্কার


বিশ্ব বিনোদন শিল্পের জগতে প্রথম ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন সলমন খান। জায়গা করে নিয়েছেন ‘বেওয়াচ’ খ্যাত ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াও। মার্কিন মুলুকের অন্যতম সেরা বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। ২০১৭ সালের তালিকায় সলমন খান ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও জায়গা পেয়েছেন সুভাষ চন্দ্রা, করণ জোহর, একতা কাপুর, আম্বানি ভাইরা, সিদ্ধার্থ রায় কাপুর, আদিত্য চোপড়া, পুনিত গোয়েঙ্কা, উদয় শঙ্কর এবং কিশোর লুলিয়া।


ভ্যারাইটির নিজস্ব ট্যুইটার হ্যান্ডলে বলিউডের তিন খানের অন্যতম হিসাবে সলমনকে তুলে ধরে বলা হয় বিগত কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন সলমন। তাঁর আসন্ন কাজ ও তাঁর সামাজিক ও সেবামূলক কাজের রিপোর্টও ট্যুইটারে লিঙ্ক হিসাবে ব্যবহার করে ভ্যারাইটি। সলমনের সঙ্গে ভ্যারাইটির অন্যতম প্রভাবশালী ভারতীয় তারকা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় সিনেমা তো বটেই, এমনকি হলিউডেও যিনি ইতিমধ্যেই তাঁর নিজস্ব ছাপ ফেলতে সক্ষম হয়েছেন।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *