World

আকাশে উড়ছে ৩টি হরিণ, এ দৃশ্যও এবার দেখা গেল

হরিণের তো আর ডানা নেই যে উড়ে বেড়াবে। তাও ৩টি হরিণকে আকাশে উড়তে দেখা গেল। অনেকেই চেয়ে রইলেন সেদিকে।

হরিণ পরিচিত প্রাণি। যদিও তার অনেক ধরনের প্রকার রয়েছে। যার অধিকাংশই পৃথিবীর নানা প্রান্তে পাওয়া যায়। কয়েকটি হরিণের প্রজাতি বিরল তালিকাভুক্ত। তবে হরিণ যে প্রজাতিরই হোক তা ডাঙায় চড়ে বেড়ায়। আকাশে ওঠে না।

কিন্তু এবার ৩টি হরিণকে একসঙ্গে আকাশে উড়তে দেখলেন অনেকেই। তারা দিব্যি আকাশে উড়ে নেমে এল মাটিতে। তারপর দৌড় লাগাল অরণ্যের মাঝে।


হরিণ উড়ল কীভাবে? তাও কি সম্ভব? সোশ্যাল সাইটে আমেরিকার ইউটা-র ডিভিশন অফ ওয়াইল্ডলাইফ রিসোর্সেস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই দেখা গেছে একটি হেলিকপ্টার আকাশে উড়ছে। আর সেই কপ্টার থেকে একটি মোটা দড়ি নিচে ঝুলছে।

দড়িতে আবার ৩টি ভাগে ৩টি হরিণকে চারিদিক থেকে বিশেষভাবে ঘিরে উড়িয়ে আনা হচ্ছে। তারাও দিব্যি হেলিকপ্টারে ঝুলে আকাশপথে উড়ছে। এভাবেই তাদের একটি প্রান্তরে নিয়ে আসা হয়। তারপর মাটিতে নামানো হয়।


Utah
উড়ছে হরিণ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @UtahDWR

সেখানে নামানোর পর তাদের শরীরে জড়ানো বিশেষ সুরক্ষা চাদর খুলে দেন বনকর্মীরা। এবার মুক্ত হয়েই হরিণরা গা ঝাড়া দিয়ে সোজা দৌড় মারে প্রকৃতির বুকে। তবে তাদের গলায় একটি কলার লাগানো থাকে।

প্রতিবছরই এভাবে অনেক হরিণকে একটি স্থান থেকে অন্যত্র সরিয়ে আনা হয় ইউটায়। শীতকালেই সেটা করা হয়। এই সময় এদের উড়িয়ে আনার পাশাপাশি হরিণদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button