World

পিয়ংইয়ংকে কড়া হুঁশিয়ারি


US Korea Joint Military Exerciseনিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পরমাণু অস্ত্র পরীক্ষা বা হাইড্রোজেন বোমা পরীক্ষার জবাব দিতে আমেরিকাকে পাশে নিয়ে মাঠে নামল দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে মার্কিন সেনার সঙ্গে যৌথভাবে সিওল সেনা মহড়া শুরু করেছে।


এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়া যতগুলি যৌথ মহড়ায় অংশ নিয়েছে তারমধ্যে এটাকেই সর্ববৃহৎ বলে দাবি করেছে দক্ষিণ কোরিয় সেনা। উত্তর কোরিয়াকে জবাব দিতেই যে এই মহড়া তাও স্পষ্ট করে দিয়েছে তারা। মার্কিন সেনাকে পাশে নিয়ে এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘নিউক্লিয়ার ওয়ার মুভস’। মহড়ায় ১৭ হাজার মার্কিন সেনা ও ৩ লক্ষের ওপর দক্ষিণ কোরিয়ার সেনা অংশ নিয়েছে। এই যৌথ মহড়া কিম প্রশাসনের জন্য কার্যতই কড়া হুমকি বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞেরা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *