Entertainment

উর্বশীকে বিশেষ উপহার পাঠালেন হার্দিক পাণ্ডিয়া

Published by
News Desk

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা উর্বশী রাউতেলা। সবে মুক্তি পেয়েছে তাঁর সিনেমা পাগলপন্তি। হাস্যকৌতুকে ভরা সিনেমাটি দর্শকদের ভালও লেগেছে। ফলে হিটও। সেই সিনেমার সাফল্যে উর্বশীকে উপহার পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তাহলে কী ফের দুজনের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে? ফের কী প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুজন? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে বলিউডে। হার্দিকের উপহারটিও কিন্তু নেহাত প্রথাগত নয়।

সম্প্রতি উর্বশী সোশ্যাল সাইটে একটি ছোট্ট কুকুর ছানাকে নিয়ে ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন ওই কুকুরছানাটি তাঁকে তাঁর সিনেমা পাগলপন্তি-র সাফল্যের জন্য কেউ দিয়েছেন। কিন্তু কে দিয়েছেন? না, সে বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে এটা চারিদিকে ঘুরছে যে এটা উর্বশীকে পাঠিয়েছেন আর কেউ নয়, তাঁর পুরনো প্রেমিক হার্দিক পাণ্ডিয়া। পুরনো প্রেমিকও বলা যায় কী? কারণ ২০১৮ সালে এমন একটা কথা রটেছিল। এঁরা দুজনের কেউ তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করে জানাননি।

এটা কিন্তু খুব ছড়িয়েছে যে ওই কুকুরছানা উর্বশীকে পাঠিয়েছেন হার্দিকই। উর্বশী যে কুকুর ভালবাসেন সেকথা অনেকের জানা। আর তাই তাঁকে কুকুর ছানা উপহার দিয়ে ফের পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছেন হার্দিক বলে শোনা যাচ্ছে। হার্দিক বা উর্বশী কেউ নিজেরা এগিয়ে এসে কিছু না বললেও কথায় বলে যা রটে তার কিছুটা বটে। তবে কী তাই? ফের হার্দিক-উর্বশী কুকুরছানার হাত ধরে কাছাকাছি আসছেন! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts