World

ইংরাজিই দায়ী, কাজ হারালেন ৭ হাজার ট্রাক চালক

কাজ হারিয়ে আতান্তরে পড়লেন ৭ হাজার ট্রাক চালক। কাজ না থাকলে রোজগারও বন্ধ। কাজ যাওয়ার কারণ কিন্তু স্রেফ ইংরাজি।

ট্রাক চালানোই তাঁদের পেশা। ট্রাক চালক হিসাবে কাজ করেই তাঁদের সংসার প্রতিপালন। সেই কাজটাই আর রইল না। এক আধজন নন, সাকুল্যে ৭ হাজার ট্রাক চালক কাজ হারালেন। আর সেজন্য তাঁরা সকলেই ইংরাজিকে দায়ী করেছেন।

ভুলও নয়। তাঁদের কাজ কেড়ে নিল ইংরাজি ভাষা। যাঁরা ট্রাক চালক হিসাবে কাজ হারালেন তাঁদের অধিকাংশজনই শিখ। পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন প্রায় দেড় লক্ষ শিখ কাজ করেন যাঁদের অনেকেই পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত।

মার্কিন মুলুকে এখন এক নতুন নিয়ম চালু হয়েছে। যাঁরা সেখানে বাণিজ্যিক গাড়ি চালান তাঁদের ইংরাজিতে কথা বলতে পারা এবং ইংরাজি পড়তে পারা বাধ্যতামূলক করা হয়েছে।

ইংরাজিতে কথা বলার ক্ষমতা এমন হতে হবে যাতে সেখানকার মানুষের সঙ্গে প্রয়োজনে তাঁরা কথাবার্তা চালাতে পারেন। আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন। ট্রাক চালকদের জন্য রাস্তায় ইংরাজিতে লেখা কোনও নির্দেশিকা পড়তে পারেন। এখানেই প্রায় ৭ হাজার ট্রাক চালক ফেল করেছেন। ফলে তাঁদের কাজ গেছে। তাঁরা আর মার্কিন মুলুকের রাস্তায় ট্রাক চালানোর অনুমতি পাচ্ছেন না।

প্রসঙ্গত বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থাকাকালীন সরকার স্পষ্ট করে দিয়েছিল যে শুধুমাত্র ইংরাজির জন্য কোনও ট্রাক চালককে কাজ থেকে সরাতে পারবেননা কোনও আধিকারিক। কিন্তু ট্রাম্প সরকার এখন স্পষ্ট করে দিয়েছে ইংরাজি বাধ্যতামূলক। ফলে কাজ হারাচ্ছেন অনেক ট্রাক চালক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *