World

রাশিয়ার পাশে থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামছে আরও একটি দেশ, দাবি আমেরিকার

রাশিয়ার পাশে দাঁড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছে আরও একটি দেশ। এমনই দাবি করল আমেরিকা ও ন্যাটো। যা ইউক্রেনের জন্য আরও চিন্তার কারণ হতে পারে।

Published by
News Desk

বিশ্ব মঞ্চে চাপের মুখে পড়লেও রাশিয়া ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। একের পর এক শহরে বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের সাধারণ নাগরিক প্রাণ হারাচ্ছেন। ধ্বংস হয়ে যাচ্ছে শহর থেকে গ্রাম।

এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আরও এক চিন্তার কথা শোনাল আমেরিকা ও ন্যাটো। মরার ওপর খাঁড়ার ঘা-এর মতই এবার রাশিয়ার পাশে দাঁড়িয়ে আরও একটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে বলে দাবি করেছে তারা।

আমেরিকা ও ন্যাটোর দাবি, রাশিয়ার পাশে প্রথম থেকেই ছিল বেলারুশ। ইউক্রেনের প্রতিবেশি দেশ বেলারুশ এতদিন রাশিয়ার পাশে থাকার পর এবার রাশিয়ার পাশে থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধেও যেতে চলেছে।

বেলারুশের সেনাবাহিনী তৈরি রয়েছে ইউক্রেনে ঢুকে পড়ার জন্য বলে দাবি করেছে ন্যাটো। বেলারুশ আক্রমণ করলে তা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

কয়েক দিনর মধ্যেই বেলারুশ ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করছেন খোদ বেলারুশের বিরোধী দলের এক প্রতিনিধি। বেলারুশ সরকার এখন ঘুঁটি সাজাচ্ছে তারা কি বলে তাদের ইউক্রেন আক্রমণকে সঠিক বলে বিশ্বের দরবারে পেশ করবে তা নিয়ে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে এমন খবর সামনে এসেছে যে রাশিয়া ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ঢুকে সেখানে লুঠপাট চালিয়ে তা দখলে নিয়েছে।

এদিকে রাশিয়ার ওপর যখন একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে তখন পুতিন সরকার পাল্টা জানিয়ে দিয়েছে চলতি বছরে কোনও আন্তর্জাতিক সম্মেলনে তাদের বিজ্ঞানীরা যোগদান করবেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts