World

যুদ্ধবিমানের সাদা লেজে আকাশে পুরুষাঙ্গ আঁকলেন মার্কিন পাইলট


তাঁদেরই এক কর্মীর কাজে চটে লাল মার্কিন নৌসেনার বড়কর্তারা। বিনা বাক্য ব্যয়ে তদন্ত কমিটিও গঠন করেছেন তাঁরা। দোষ প্রমাণিত হলে অভিযুক্ত পাইলটকে কড়া শাস্তির মুখেও পড়তে হবে বলে আগাম সতর্ক করে দিয়েছেন তাঁরা। কিন্তু এমন কী করলেন ওই যুদ্ধবিমান চালক?


মার্কিন মুলুকের ওকানোগান শহরে ওই সেনাকর্মী তাঁর কোটি টাকার যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন। যে যুদ্ধবিমানটি তিনি চালাচ্ছিলেন তা এতটাই উচ্চতায় ওড়ে যে তার পিছনে সাদা রেখার মত তৈরি হয়। যেমন জেট প্লেন গেলে দেখা যায়, সেই রকম। সেই সাদা রেখাকে ওই পাইলট আজব কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ। সাদা রেখাটি দিয়ে নীল আকাশের বুকে এঁকে দিয়েছেন একটি পুরুষাঙ্গ। অঙ্কনশৈলি আকাশে পূর্ণ হতেই তার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশের এক সেনাকর্মীর এমন আজব খেয়ালে ভয়ংকর রেগেছেন নৌসেনা আধিকারিকরা। এমন অবিবেচক কাজকে কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তাঁরা।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *