National

ঝড়-বৃষ্টির জল ধরে খরায় কৃষিকাজ, ভারতের মহিলাগোষ্ঠীকে রাষ্ট্রসংঘের পুরস্কার

গুজরাটের মহিলাদের একটি গোষ্ঠী জিতে নিল রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনজারভেশন অন ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ার্ড। পোল্যান্ডে রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে তাদের এই বিরল সম্মানে সম্মানিত করা হয়। এটা ভারতের জন্য একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গুজরাটে আচমকা প্রবল ঝড়-বৃষ্টি হয়। তার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবার যখন বৃষ্টি হয়না তো হয়ই না। তখন খরার পরিস্থিতি তৈরি হয়।

এই মহিলারা নতুন এক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঝড়-বৃষ্টির সময় তৈরি হওয়া প্রচুর জল ধরে রাখার বন্দোবস্ত করেছেন। সেই জল ধরে রেখে তার নোনা ভাবও কমিয়ে ফেলছেন তাঁরা। পরে যখন শুকনো অবস্থা আসছে তখন কৃষি জমির প্রয়োজনীয় জল এই জলাধার থেকেই দেওয়া হচ্ছে। এক একটি এমন ইউনিট ২২ একর পর্যন্ত জমিতে সেচের জল দিতে সক্ষম। যা ৩০ থেকে ১০০ জন মানুষের খাবারের বন্দোবস্ত করে দিচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *