World

বাথরুমের দেওয়ালের পিছনে লুকোনো শাওয়ার, আয়না, বাড়ি জুড়ে রহস্য

একটি বাড়ির বাথরুমের যেখানে শাওয়ার রয়েছে, সেই দেওয়ালের ঠিক পিছনে লুকোনো ছিল আরও একটি শাওয়ার। এ বাড়ি কেনার পর থেকে রহস্যের পর রহস্যের মুখে মালকিন।

Published by
News Desk

বাড়িটা কিনেছেন মাত্র ৩ বছর হল। এরমধ্যেই একাধিক রহস্যজনক বিষয়ের মুখোমুখি হয়েছেন তিনি। সর্বশেষ রহস্যের হদিশ মিলল বাথরুমে।

বাড়িটি কেনার পর থেকেই নতুন মালকিনকে বাড়ির বিভিন্ন জায়গা মেরামতি করাতে হচ্ছে। এবার বাথরুমের টাইলসের ফাঁক দিয়ে জল গড়াতে শুরু করেছিল। কোথা থেকে জল আসছে তা দেখার জন্য টাইলস ভাঙা শুরু হয়।

যেখানে তাঁর শাওয়ারটা রয়েছে সেখানকার টাইলস ভাঙা হতেই চমকে ওঠেন তিনি এবং যাঁরা কাজ করছিলেন তাঁরা। শাওয়ারের পিছনে লুকোনো রয়েছে হুবহু আরও একটি শাওয়ার। তাও ভাল অবস্থায় রয়েছে। যার কথা জানা ছিলনা এতদিন। কারণ তা টাইলসের পিছনে লুকোনো ছিল।

শুধু শাওয়ার নয়, বাথরুমের টাইলস ভাঙার পর পিছনে একটি আয়নাও পেয়েছেন মালকিন। যে খবর তিনি ইন্টারনেটে শেয়ার করেন।

কিন্তু কেন শাওয়ারের পিছনে টাইলসের আড়ালে আরও একটি শাওয়ার ছিল তা তাঁর মাথায় ঢুকছে না। কেনই বা তা লুকোনো ছিল সেটাও পরিস্কার নয়। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে।

ওই মহিলা সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, বাড়িটি কিনে পর্যন্ত তিনি নানা রহস্যের মুখে পড়েছেন। যেমন রান্নাঘরে যে টাইলস পাতা রয়েছে, তার নিচেও এক স্তর টাইলস রয়েছে। যদি সেই টাইলস ছিলই তাহলে ফের তার ওপর টাইলস কেন? এই ভূতুড়ে বাড়ির কিছুই পরিস্কার হচ্ছেনা মহিলার কাছে।

Share
Published by
News Desk