World

কানের মধ্যে ওটা কি, ৫ বছর বয়ে বেড়ানোর পর জানতে পারলেন বৃদ্ধ

তাঁর কানের মধ্যে নিশ্চিন্তে বাস করছে যেটি তার কথা যাঁর কান তাঁরই জানা ছিলনা। তিনি কেবল জানতেন তিনি বধির হয়ে যাচ্ছেন।

Published by
News Desk

ক্রমশ ১টা কানে শোনার ক্ষমতা কমে আসছিল তাঁর। অবসর জীবনে এসে এভাবে ক্রমশ বধির হয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলেননা নৌবাহিনীতে এতদিন কাজ করা মানুষটি। একটি কানে শুনতে পাওয়া প্রায় লাটেই উঠেছিল।

অবশেষে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার আগে নিজেই একটি হোম এন্ডোস্কোপ কিট বাড়িতে নিয়ে আসেন। তারপর তা দিয়ে দেখার চেষ্টা করেন তাঁর কানের মধ্যেটা।

অতি ক্ষুদ্র ক্যামেরা কিন্তু তাঁকে যা দেখায় তাতে তাঁর মাথা ঘুরে যায়। কানের মধ্যে সাদা মত ওটা কি? বুঝে উঠতে পারেননি তিনি।

তবে আর দেরি না করে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে হাজির হন। চিকিৎসক খুব সন্তর্পণে তাঁর কানের ভিতর থেকে একটি সাদা বস্তু বার করে আনেন। যেটি আদপে একটি ইয়ারবাড।

ওয়ালেস লি নামে ওই ব্যক্তির মনে পড়ে যায় তিনি ৫ বছর আগে ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেখান থেকে আসার সময় বিমানের শব্দ থেকে মুক্তি পেতে একটি ইয়ারপ্লাগ কেনেন।

তাতে বেশ কয়েকটি অ্যাটাচমেন্ট ছিল। তেমনই একটি ইয়ারবাড কানে লাগিয়ে রাখার সময় কোনওভাবে কানের মধ্যে ঢুকে যায়। যা তিনি টেরও পাননি।

তারপর থেকে তাঁর কানে সেটি নিশ্চিন্তে বাস করেছে। আর লি ভেবে গেছেন ক্রমে তিনি শ্রবণ ক্ষমতা হারাচ্ছেন কেন? লি এও জানিয়েছেন ৫ বছর ধরে যে কানে ক্রমশ প্রায় শুনতে পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেই কান থেকে সাদা ইয়ারবাডটি বার করার প্রায় সঙ্গে সঙ্গে তিনি সব কিছু ফের স্পষ্ট শুনতে শুরু করেছেন। যা তাঁকে ভীষণ স্বস্তি দিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts