World

মৃত্যুর পর মেঘ সেজে ফিরে এলেন রানি এলিজাবেথ

মৃত্যুতেই শেষ নয়। তিনি ফিরে এলেন। যা ২ চোখ ভরে দেখলেন সকলে। তিনি ফিরলেন মেঘ হয়ে। যা সকলের মুখে হাসি ফোটাল।

Published by
News Desk

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যু সংবাদে শুধু ব্রিটেন নয়, শোকস্তব্ধ গোটা বিশ্ব। শতবর্ষের দরজায় পৌঁছনো এক অসামান্য জীবনযাপনের অধিকারী রানির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সে দেশের বহু মানুষের চোখই জলে ভরেছিল। এখনও তাঁর রাজকীয় শেষকৃত্য বাকি।

ব্রিটেন তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন হয়েছে। তাবড় রাষ্ট্রনেতা শোকজ্ঞাপন করেছেন। গত ৮ সেপ্টেম্বর রানির মৃত্যু হয়।

সেই মৃত্যুসংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর সবে তখন ১ ঘণ্টার মত কেটেছে। এমন এক শোকবিহ্বল পরিবেশে এক চমৎকার দেখলেন ব্রিটেনের টেলফোর্ড-এর বাসিন্দা মা ও মেয়ে।

তাঁরা গাড়িতে ফিরছিলেন। এমন সময় মেয়ের চিৎকারে চমকে ওঠেন মা। মেয়ে তখন উত্তেজিত। মেয়েই মাকে দেখায় আকাশের দিকে। সেখানে তখন মেঘ হয়ে যেন ফিরে এসেছেন রানি।

হুবহু রানির মত মেঘ যেন এভাবেই সম্মান জানাল ব্রিটেনের রানিকে। মেঘ সেজে রানিই যেন ফের একবার দেখা দিলেন দেশবাসীকে। সেই ছবি ক্যামেরা বন্দি করতে ভোলেননি মা ও মেয়ে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর সেই ছবি ও কাহিনি ছড়িয়ে পড়তে এতটুকু সময় নেয়নি।

ফাইল : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, ছবি – আইএএনএস

রানির মৃত্যুর মাত্র ১ ঘণ্টার মধ্যে তিনি এভাবেই দেশের মানুষকে দেখা দিলেন বলেও মনে করছেন অনেকে। এভাবেই ফের একবার আকাশ থেকে নিজের দেশকে দেখে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

Share
Published by
News Desk

Recent Posts