World

পাকড়াও করতেই রাগে পুলিশ অফিসারের মুখে বাতকর্ম করে দিল চোর

একের পর এক চুরি করে চলেছিল সে। অবশেষে পুলিশের চোখে ধুলে দিয়ে পালাতে পারল না। ধরা পড়ায় সে যা করল তা ভাবতেও পারেননি পুলিশকর্মীরা।

Published by
News Desk

একের পর এক চুরির ঘটনায় তার নাম জড়িয়েছিল। তাকে পাকড়াও করার জন্য পুলিশ হন্যে হয়ে ঘুরছিল। কিন্তু নাগাল পাচ্ছিল না। অবশেষে সে আরও একটি চুরি করে। এবার অনেক বিয়ার চুরি করে একটি দোকান থেকে। যা নিয়ে তদন্তে নামে পুলিশ। আর সেই তদন্তে নেমে অবশেষে তার হদিশও পেয়ে যায়।

চোর ধরতে পুলিশ হানা দেয় একটি গ্যারাজে। সেখানেই লুকিয়ে ছিল একের পর এক চুরির ঘটনায় অভিযুক্ত ৪১ বছরের মধ্যবয়সী চোর। পুলিশ তাকে ঘিরে ফেলে। তারপর তাকে পাকড়াও করে।

পালাবার পথ নেই বুঝতে পেরে পুলিশের ওপর চটে যায় সে। রেগে গিয়ে যে পুলিশ আধিকারিক তাকে পাকড়াও করেছিলেন তাঁর মুখের ওপর বাতকর্ম করে দেয়।

এভাবেই নিজের পাকড়াও হওয়ার ক্ষোভ উগরে দেয় সে। যা দেখে অবাক হয়ে যান পুলিশকর্মীরাও। আর ওই আধিকারিকের তো করুণ অবস্থা হয়।

ব্রিটেনে ঘটা এই ঘটনা রীতিমত অন্য দেশের সংবাদেও জায়গা করে নেয়। এরপর বিচার প্রক্রিয়া শুরু হয়। যাতে ম্যাথু হ্যাপগুড দোষী সাব্যস্ত হয়। তার বিরুদ্ধে অনেকগুলির চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়ে বিচারক তার শাস্তি ঘোষণা করেন।

হ্যাপগুডকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে তার ৩৪ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। অর্থাৎ প্রায় ৩ বছর গারদের পিছনে কাটাতে হবে তাকে। মদ ও নিষিদ্ধ মাদকে আসক্ত হ্যাপগুড আপাতত জেলেই রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts