World

ঠিক ছিল একসঙ্গে স্নানে যাবেন, তার আগে উধাও প্রেমিক

একজন মানুষ আচমকাই সব যোগাযোগের বাইরে চলে গেলেন। তাঁর প্রেমিকা থেকে পরিবার কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। প্রেমিকার উদ্বেগে রাতের ঘুম উড়েছে।

Published by
News Desk

উধাও হয়ে গেলেন এক যুবক। কোথায় গেলেন তিনি? সেটাই রহস্য। কারণ ওই যুবকের এভাবে উধাও হয়ে যাওয়ার কোনও প্রবণতা নেই। বরং পরিবার ও প্রেমিকার ফোন এলে বা মেসেজ এলে তার উত্তর তিনি ঠিক দেন। আর সেখানেই উদ্বেগের প্রহর গুনছেন তাঁর প্রেমিকা।

ব্রিস্টল শহরে তাঁরা উড়ে এসেছিলেন নিউজিল্যান্ড থেকে। সেখান থেকে গত শনিবার কেলসি উড়ে যান লন্ডন শহরে। ঠিক ছিল পরে তাঁর প্রেমিক জোসেফও উড়ে আসবেন। তারপর তাঁরা একসঙ্গে একটি বাথ স্পা-তে যাবেন।

কিন্তু লন্ডন আসার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত ফোনে যোগাযোগ থাকলেও তারপর থেকে জোসেফ আর কোনও উত্তর দেননি। মেসেজেরও নয়, ফোনেরও নয়।

ফলে উদ্বেগ বাড়তে থাকে। তারপর ২ দিন পরও তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি কেলসি। তাঁর মতে, এমনটা হতেই পারেনা। জোসেফ এমন মানুষ নন। তিনি উত্তর দেবেনই।

কেলসির ধারণা জোসেফের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে? সেটাই পরিস্কার নয়। কেলসি এখন এতটাই উদ্বেগে যে তাঁর মাথাই কার্যত কাজ করছেনা। প্রবল মানসিক চাপ এবং আতঙ্কে ভুগছেন তিনি।

এদিকে জোসেফের কোনও খোঁজ নেই। জোসেফের খোঁজ করার চেষ্টা চলছে। কেলসির কয়েকজন বন্ধু তাঁর পাশে থাকতে লন্ডন শহরে উড়ে গেছেন। এখন সকলের একটাই লক্ষ্য, জোসেফকে খুঁজে বার করা।

Share
Published by
News Desk