World

পিছু হটছে রাশিয়ার সেনা, ইউক্রেনের একটা দিক ফাঁকা করে দিল রুশ বাহিনী

রাশিয়ার সেনাবাহিনী পিছু হটছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক এই দাবি করেছে। ইউক্রেনের একটা দিক ফাঁকা করে দিয়েছে রুশ সেনা।

Published by
News Desk

ইউক্রেনে রাশিয়ার হানা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইউক্রেনের উত্তরপ্রান্ত ফাঁকা করে দিল রাশিয়ার সেনা। অন্তত এমনই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক।

তাদের দাবি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর দিক ফাঁকা করে বেলারুশ ও রাশিয়ায় ফিরেছে। তবে কিছু সেনাকে পূর্ব দিকে নিয়ে গেছে রাশিয়া। ইউক্রেনের পূর্ব প্রান্তে ক্রমশ তাদের আক্রমণ বাড়াচ্ছে পুতিনের সেনা।

ক্রেমলিনের পাখির চোখ হয়ে উঠেছে ইউক্রেনের পূর্ব প্রান্ত দখলে নেওয়া। সেইসঙ্গে দক্ষিণ প্রান্তেও রাশিয়া আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। ইউক্রেন সেনা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনের উত্তরপ্রান্ত ফাঁকা করে রাশিয়া এখন লুক ইস্টে বিশ্বাসী হয়ে উঠেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক মনে করছে উত্তরে থাকা সেনাকে পূর্বে আনতে গেলে এক সপ্তাহ তাদের নতুন করে বাহিনীর রূপ দিতে সময় লাগবে। এদিক উত্তর থেকে সেনা সরানোর ফলে কিয়েভ শহরের আশপাশও রাশিয়া সেনামুক্ত হয়ে গেছে।

ইউক্রেনের ক্রামাতোস্ক এলাকায় কিন্তু এখন রাশিয়া তীব্র আক্রমণ শুরু করেছে। এখানকার রেলস্টেশন ইস্কান্দর ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে রাশিয়া।

যখন স্টেশনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তখন স্টেশনে হাজারের ওপর মানুষ ছিলেন। ক্ষেপণাস্ত্র হানায় তাঁদের অনেকের মৃত্যু হয়েছে। তবে কত জনের মৃত্যু হয়েছে তা পরিস্কার নয়।

ইউক্রেনের এই এলাকায় রাশিয়া আক্রমণ তীব্র করার পর বহু মানুষ পালাচ্ছেন। ইউক্রেনের এক সেনা আধিকারিক জানিয়েছেন, স্টেশনে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় রাশিয়া ভাল করেই জানত তারা কোথায় ক্ষেপণাস্ত্র ফেলতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts