একই দেহে নারীপুরুষ পতঙ্গ চার্লি, ছবি – সৌজন্যে – ফেসবুক – @lauren.garfield.79
একই দেহে নারী ও পুরুষ উভয়ের অবস্থান এর আগে দেখা যায়নি। এই প্রথম বিশ্বে এমন একটি প্রাণির দেখা মিলল। প্রাণিটি একটি পতঙ্গ। তার নাম করণ হয়েছে চার্লি।
চার্লি এমন এক পতঙ্গ যার দেহের অর্ধেকটা স্ত্রী ও বাকি অর্ধেকটা পুরুষ। স্টিক ইনসেক্ট গোত্রের মধ্যে পড়ছে এই চার্লি। তবে চার্লি প্রকৃতির বুকে আচমকা তৈরি হয়নি।
লরেন গারফিল্ড নামে এক গবেষক স্টিক ইনসেক্টের শঙ্কর তৈরি করতে গিয়ে আচমকাই জন্ম নেয় চার্লি। পরীক্ষা করে দেখা যায় এই নতুন রূপের পতঙ্গের দেহে স্ত্রী পুরুষ উভয় অঙ্গই বিরাজ করছে।
চার্লির বিশেষত্ব হল তার দেহের অর্ধেক সবুজ আপেলের মত উজ্জ্বল রঙের স্ত্রীর, বাকি অর্ধেক বাদামি রঙের ডানা যুক্ত পুরুষের। এমন দেহের ২টি ভাগ হয়ে একই অঙ্গে স্ত্রী পুরুষের অবস্থান এই প্রথম দেখা গেল।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নিশ্চিত করেছে যে এমনটা এই প্রথম বিশ্বে দেখা গেল। প্রাণি জগতে এ এক বিস্ময়। আপাতত চার্লিকে গবেষণার প্রয়োজনে দান করেছেন লরেন।
কারণ তাকে গবেষণা করে দেখার আগেই যদি তার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে পতঙ্গ জাতীয় প্রাণি দ্রুত কুঁচকে যায়। যা গবেষণার কাজে সমস্যা তৈরি করবে। তাই চার্লির জীবদ্দশাতেই তাকে পরীক্ষা করতে চাইছেন গবেষকেরা।
লরেন জানিয়েছেন চার্লিকে গবেষণার জন্য দিয়ে দিতে তাঁর মন চাইছিল না। তবে চার্লি এখন পূর্ণাঙ্গ। ফলে তা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গত পতঙ্গ জাতীয় প্রাণিরা খুব বেশি হলে ১ বছর বাঁচে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…