World

ওমিক্রন এত দ্রুত ফেরত আসবে ভাবাও যায়নি, বলছে গবেষণা

ওমিক্রন চলে যাচ্ছে যখন মনে হল তখনই তা ফের দাপটে ফিরে এল। এটাই হয়েছে বিলেতে। যা কার্যত হতবাক করে দিয়েছে গবেষকদেরও।

Published by
News Desk

ওমিক্রন একাধিকবার সংক্রমিত করতে পারে। ওমিক্রন দ্রুত সারছে ঠিকই, তবে তা বারবার হওয়ারও সম্ভাবনা থাকে। সেটাই হল ব্রিটেনে। নতুন করে ওমিক্রন ফেরত আসছে সেখানে।

এখন প্রতিদিন দেড় লক্ষের ওপর মানুষ আক্রান্ত হচ্ছেন। যা নতুন করে চিন্তার ভাঁজ পুরু করেছে। অথচ ২ সপ্তাহ আগেও তা দেড় লক্ষের নিচে ছিল।

ব্রিটেনে হওয়া একটি গবেষণা বলছে ওমিক্রন ফিরে আসা এবং ছড়ানোর পিছনে রয়েছে ছোটদের হাত। ছোটদের থেকেই বেশি করে ওমিক্রন ছড়াচ্ছে সকলের মধ্যে। এর ফলে শিশুরাও দ্রুত সংক্রমিত হচ্ছে। ব্রিটেনের এখন প্রতিটি জায়গায় ওমিক্রন বেড়ে চলেছে।

ওমিক্রনের হাত ধরেই ব্রিটেনে একদিনে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এখন ফের সেই দিকে ছুটছে ব্রিটেন। অনেক কিছু খুলে দিয়ে যখন ব্রিটেন ছন্দে ফেরার প্রবল লড়াইয়ে নেমেছিল ঠিক তখনই ভাবনার চেয়েও দ্রুত ফিরে এল ওমিক্রন। ফের ছড়াতে শুরু করল ঝোড়ো গতিতে।

যা ওমিক্রনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে। তা দ্রুত বহু মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে। ভারতেও এখন দৈনিক সংক্রমণ একটি জায়গায় মোটামুটি ঘোরাফেরা করছে। কিছু শহরে কমতেও শুরু করেছে।

কিন্তু একদিন আগেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সতর্ক করে বলেছেন অতিমারি শেষ হয়নি, তাই অসতর্ক হওয়ার এতটুকু অবকাশ নেই। ব্রিটেনের পরিস্থিতি সেই ইঙ্গিতই বহন করছে। যা ভারতের জন্যও অশনিসংকেত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk