World

নেকড়ের ডেরায় বেড়াল, তারপর?

Published by
News Desk

একটি স্কটিশ চিড়িয়াখানা এক বেড়ালের ছবি শেয়ার করেছে। মনে করা হচ্ছে, বেড়ালটি আতসবাজির আওয়াজে ভয় পেয়ে পালাতে গিয়েই মারাত্মক কাণ্ডটি ঘটায়। ভীতসন্ত্রস্ত অবস্থায় সে আশ্রয় গ্রহণ করে আর্কটিক প্রজাতির নেকড়েদের ডেরায়। ওয়েস্ট ক্যালডারের ফাইভ সিস্টার্স জু নামের চিড়িয়াখানায় ঘটনাটি ঘটে।

সাদা-কালো রঙের বেড়ালটি একটি গাছের ডালে চুপটি করে বসে ছিল। আর তার ঠিক নিচেই নেকড়েদের রাজত্ব। যে কোনও মুহুর্তেই ঘটতে পারত একটি অপ্রীতিকর ঘটনা। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই এলাকা থেকে নেকড়েদের সরিয়ে বেড়ালটিকে উদ্ধার করে। চিড়িয়াখানার কর্মীদের তরফে বেড়ালটিকে নেমে আসার জন্য উৎসাহ দেওয়া হয়। বেড়ালটিও তাঁদের ডাকে সাড়া দিয়ে মাটিতে নেমে আসে। নিশ্চিন্ত আশ্রয়ে আসার পর এখন দিব্যি নিজের আনন্দে ঘুরছে বেড়াল।

Share
Published by
News Desk