World

ভারী বাঁটে ব্রা পরে তবে স্বস্তি, এখন নিশ্চিন্তে ঘুরছে রোজ

ভেড়াটির সমস্যা না হয় সেজন্য তাকে তার মালিক পরিয়ে দিয়েছেন একটি ব্রা। এবার সমস্যা কমেছে। ব্রা পরে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ৩ সন্তানের জন্মদাত্রী।

Published by
News Desk

৩টি সন্তানের জন্ম দিয়েছে সে। ফলে তার বাঁট এখন দুধে টইটম্বুর। কিন্তু সমস্যা হয়েছে একটাই। বাঁট দুধের ভারে ভীষণ ভারী হয়ে গিয়েছে। ফলে তা শরীর থেকে অনেকটাই ঝুলছিল।

সেই বাঁটের জন্য যাতে ওই স্ত্রী ভেড়াটির সমস্যা না হয় সেজন্য তাকে তার মালিক পরিয়ে দিয়েছেন একটি ব্রা। এবার সমস্যা কমেছে। ব্রা পরে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ৩ সন্তানের জন্মদাত্রী। যিনি ব্রা পরিহিতা অবস্থায় এখন ভাইরাল।

রোজ নামে ওই ভেড়াটির সমস্যা হচ্ছিল যথেষ্ট। বাঁটটি অস্বাভাবিকভাবে ঝুলছিল। প্রায় ঠেকে যাচ্ছিল মাটিতে। ফলে একটা বড় সমস্যা তৈরি হতে পারত।

এই পরিস্থিতিতে তার মালিক যে কাজ করেছেন তা সোশ্যাল মিডিয়ায় তারিফ কুড়িয়েছে। যা করেছেন তা একটি প্রাণির কষ্ট বুঝে করেছেন। ফলে অনেকেই ওই ব্যক্তির এই অস্বাভাবিক পদক্ষেপকে বাহবা দিয়েছেন।

সোশ্যাল সাইটে ওই ব্রা পরিহিতা ভেড়াকে দেখতে যেমন হুড়োহুড়ি, তেমনই তার মালিকের জন্য উপচে পড়ছে বাহবা। একজন লিখেছেন ভেড়াটি সত্যিই ভাগ্যবতী। এমন একজন মালিক পেয়েছিল সে।

একজন লিখেছেন, যাঁরা প্রাণি পুষছেন, তাঁদের মধ্যে এমন মানুষ আরও দরকার। একজন আবার লিখেছেন, ভেড়াকেও যে ব্রা পরানো যেতে পারে তা তিনি আগে শোনেনি। তবে এই আইডিয়াটা দারুণ। এতে ভেড়াটি এখন অনেকটাই সুরক্ষিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk