World

রাতারাতি ঘুরল ভাগ্যের চাকা, বিপুল অঙ্কের লটারি জিতলেন দম্পতি

Published by
News Desk

স্বামী, স্ত্রী, ৩ সন্তান। এই নিয়ে সংসার। সংসারে অভাব অনটন রয়েছে এমনটা নয়। সচ্ছল পরিবার। স্বামীর প্রোমোটিংয়ের ব্যবসা। স্ত্রী একটি দোকানের দায়িত্বে রয়েছেন। সংসার ভালভাবেই চলে যাচ্ছিল। কিন্তু শুধু ভাল ভাবে চলার আর তাঁদের দরকার নেই। কারণ রাতারাতি তাঁরা এখন আরবপতি! না, কোটিপতি বলে তাঁদের ছোট করার কোনও মানেই হয়না। কারণ তাঁরা জিতে ফেলেছেন লটারি। যার অঙ্ক ১০৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬৬ কোটি টাকা!

এক লহমায় এই অঙ্ক বদলে দিতে পারে গোটা জীবন। আর সেটাই হতে চলেছে। কী করবেন ওই বিশাল অঙ্কের অর্থ নিয়ে? এখনও পর্যন্ত ২টি বিষয় নিশ্চিত করেছেন ৪২ বছরের স্টিভ থমসন ও তাঁর স্ত্রী। ব্রিটেনের বাসিন্দা ৪২ বছরের স্টিভ ঠিক করেছেন আগামী বড়দিনের পর আর তিনি কর্মজীবনের চাপ বিশেষ নেবেন না। কাজকর্ম নিয়ে আর অত ভাবনা চিন্তা করবেননা। অন্যদিকে তাঁর স্ত্রী ঠিক করেছেন লটারির অর্থ হাতে পাওয়া মাত্র তিনি একটি বড় বাড়ি কিনবেন। সেখানে তাঁর ৩ সন্তানের জন্য ৩টি আলাদা ঘর থাকবে।

স্টিভ জানিয়েছেন, যখন তিনি জানলেন যে তিনি লটারির প্রথম পুরস্কার জিতেছেন তখন সেই মুহুর্তে তাঁর সারা শরীর কাঁপতে শুরু করে। তাঁর স্পষ্ট মনে হচ্ছিল তিনি হৃদরোগে আক্রান্ত হবেন। বেশ কিছুটা পর তিনি সুস্থ হন। তারপর যে আনন্দ তা তাঁরা গোটা পরিবার ভাগ করে নেন। এমন একটা অতি বিপুল অঙ্কের অর্থপ্রাপ্তির কথা ছড়িয়ে পড়েছে গোটা ব্রিটেনে। স্টিভের পরিবারের এই লটারি প্রাপ্তির কথা সব প্রথমসারির সংবাদপত্রে জায়গা করে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk