World

স্তন ক্যানসারের ভরসা হতে ৪৮ ঘণ্টা ধরে টানা খেললেন ২৪ জন খেলোয়াড়

৪৮ ঘণ্টা ধরে টানা চলল খেলা। হার জিতের কথা মাথায় না রেখে মানুষ এই ২ দিন ধরে টানা খেলে যাওয়ার জন্য ২৪ জন খেলোয়াড়কে বাহবা জানাচ্ছেন।

খেলাটা শুরু হওয়ার পর চলতে থাকে। একটানা এ খেলা সকাল পেরিয়ে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, মাঝরাত, তারপর সকাল, আবার দুপুর এভাবে চলতেই থাকে। সময় বদলায়, দিন থেকে রাত হয়, দিন বদলে যায়, কিন্তু খেলা থামেনি। চলতেই থেকেছে।

এখন বেশ কয়েকটি নতুন খেলা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। যার একটি ডজবল। ২টি দলের মধ্যে এই খেলা হয়। একে অপরের খেলোয়াড়কে লক্ষ্য করে বল ছোঁড়ে। বলটি যদি বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে গিয়ে লাগে তাহলে তিনি আউট।

আর যদি তিনি উল্টোদিক থেকে ছোঁড়া বলটি এড়িয়ে যেতে পারেন বা বলটিকে ধরে ফেলতে পারেন, তাহলে তিনি আউট হবেন না। এই ডজবল খেলাই একটানা চলল ৪৮ ঘণ্টা ধরে। ২ দল মিলিয়ে ২৪ জন খেলোয়াড় কেবল পাল্টে পাল্টে কোর্ট এ নেমেছেন।

৪৮ ঘণ্টা টানা খেলা যাওয়ার কারণ ২টি। একটি হল স্তন ক্যানসারে আক্রান্তদের পাশে দাঁড়ানো। এই খেলাটির প্রদর্শন থেকে যে অর্থ ওঠে সেই ৮ হাজার ডলার তুলে দেওয়া হয়েছে স্তন ক্যানসারে আক্রান্তদের সাহায্যার্থে কাজ করা একটি সংস্থার হাতে। ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ১৯ হাজার টাকার মতন।

এছাড়া এর আগে ৪১ ঘণ্টা ৩ মিনিট ১৭ সেকেন্ড একটানা ডজবল খেলার রেকর্ড ছিল। সেটা ভেঙে এই নতুন রেকর্ড গড়লেন খেলোয়াড়েরা। খেলাটি হয়েছে ইংল্যান্ডের হার্টলেপুল-এ। হার্টলেপুল ডজবল সেন্টারে এই ম্যারাথন খেলাকে ঘিরে সরগরম ছিল গোটা শহর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *