এই প্রথম ১ লক্ষ বেলুন দিয়ে তৈরি হল বড়দিনের গাছ, উদ্দেশ্য একদম অন্য
১ লক্ষ বেলুনে তৈরি হল বড়দিনের গাছ। দূর থেকে দেখলে বেলুনের কিনা বোঝাই মুশকিল। তবে এটি কেবল চমক নয়। এর পিছনে রয়েছে অন্য ভাবনা।
ডিসেম্বর মানেই বড়দিন। ভারতে বড়দিনের সময় মানুষ আনন্দে মাতলেও ইউরোপ, আমেরিকায় ক্রিসমাসের আয়োজন ১ মাস আগে থেকেই শুরু হয়ে যায়। পারদ পতনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন জায়গা সেজে উঠতে থাকে বড়দিন ও নতুন বছরের আনন্দে শামিল হতে।
বড়দিন মানেই কেক, বড়দিন মানেই সান্টাক্লজ, বড়দিন মানেই ক্রিসমাস ট্রি। সেই বড়দিনের আনন্দে শামিল হতে ইতিমধ্যেই একটি হোটেলের বাইরে একটি ক্রিসমাস ট্রি সেজে উঠেছে।
ক্রিসমাস ট্রি হিসাবে যা পরিচিত এই ক্রিসমাস ট্রি তার চেয়ে আলাদা। এর সঙ্গে জড়িয়ে আছে ইঞ্জিনিয়ারদের পরিশ্রম, ডিজাইনারের ভাবনা, বহু মানুষের কায়িক পরিশ্রম। তবেই সম্ভব হয়েছে ১ লক্ষ বেলুন দিয়ে একটি ক্রিসমাস ট্রি তৈরি করা। যা ২৫ ফুট লম্বা।
ব্রিটেনের বার্মিংহামের মুর হল হোটেলে অ্যান্ড স্পায়ের সামনে এই বেলুনের ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এটি ঘিরে রাখা হয়েছে একটি কাচের ডোম দিয়ে। যাতে বেলুনগুলির কোনও ক্ষতি না হয়।
যেহেতু বেলুনের এমন একটি ক্রিসমাস ট্রি এই প্রথম দেখা গেল এখানে, তাই সাধারণ মানুষের উৎসাহের পারদ চড়ছে। তাঁরা শুধু এই বেলুনের ক্রিসমাস ট্রি দেখতে ভিড় জমাচ্ছেন। ছবি তুলছেন। তুলছেন সেলফি।
সবুজ ছোট ছোট বেলুন দিয়ে তৈরি হয়েছে গাছের পাতা। আর লাল, সোনালি, স্বচ্ছ ও অন্য ধাতব রংয়ের বড় বেলুনে তৈরি হয়েছে ফল। একদম নিচে ছড়িয়ে আছে সাদা ছোট ছোট নুড়ি পাথরের মত অসংখ্য বেলুন। যা বরফ বোঝাতে কাজে লাগানো হয়েছে।
৫ দিন ধরে ২ জন মিলে দিনরাত এক করে এই বেলুনের ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। যার পুরো ভাবনাই এক মহিলা ডিজাইনারের। এই বেলুনের ক্রিসমাস ট্রি কিন্তু শুধুই একটা চমক দিতে তৈরি হয়নি। এর সঙ্গে জড়িয়ে আছে একটি সমাজসেবামূলক ভাবনাও।













