World

অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ভেবে হাসপাতালে তরুণী, বাকিটা আশ্চর্য বললেও কম বলা হয়

তিনি নিশ্চিত ছিলেন তাঁর অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্ৰণা হচ্ছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর শরীর থেকে যা উঁকি দিল তা এককথায় আশ্চর্য।

সেদিন সকালে ঘুম থেকে উঠে পেটের ডানদিকে একটা ব্যথা অনুভব করেন এক তরুণী। ব্যথা ক্রমেই বাড়তে থাকে। ব্যথার সঙ্গে রক্ত বমি হতে থাকে। ফলে তিনি বেশ ঘাবড়ে যান।

ঘটনাটি ঘটে এক ব্রিটিশ রমণীর সঙ্গে। তাঁর নাম মেগান ইশারউড। হঠাৎ করেই এক সকালে তাঁর কিছু শারীরিক অস্বস্তি হতে থাকে। তাঁর গায়ে জ্বর ছিল। সেই সঙ্গে পেটব্যথা, বমি আর রক্তপাত শুরু হলে তিনি নিজেই ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন।

মেগানের ফোন পেয়ে চিকিৎসাকর্মীরা জরুরি ভিত্তিতে পৌঁছন তাঁর কাছে। পেটব্যথার জায়গা ও উপসর্গ দেখে তাঁরাও অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলেই অনুমান করেন। অ্যাম্বুলেন্সে করে মেগানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরবর্তী চিকিৎসার জন্য মেগানকে প্রস্তুত করা হতে থাকে। কিন্তু চিকিৎসক আসার আগেই তাঁর বিছানা রক্তে ভেসে যায়। পরিস্থিতি বুঝে ১৫ জন চিকিৎসক এসে তাঁকে পরীক্ষা করেন।

চিকিৎসকেরা মেগানের গর্ভবতী হওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। তাই তাঁরা সিটি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রাফি করার সিদ্ধান্ত নেন। কিন্তু এসব করার আগেই মেগানের শরীর থেকে সন্তানের একটি অংশ বার হয়ে আসে। চিকিৎসকেরা মেগানকে দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

অন্য হাসপাতালে যাওয়ার পথেই মেগান অ্যাম্বুলেন্সে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানটি নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নিতে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *