World

একাই ৮ শাবকের জন্ম দিল মা, বাবা লাগল না

পৃথিবীর নিয়মে নারী পুরুষের মিলিত প্রচেষ্টায় একটি শিশু পৃথিবীর আলো দেখে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সকলকে অবাক করে ৮ শাবক বাবা ছাড়াই দিব্যি জন্ম নিল।

Published by
News Desk

যে চিড়িয়াখানায় এটা ঘটেছে সেই চিড়িয়াখানার সকলেই হতবাক। এমনটাও যে হতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারছেন না। কোনও বিশেষ প্রক্রিয়া এক্ষেত্রে কাজ করানো হয়নি। কোনও প্রযুক্তি ব্যবহার করা হয়নি।

যে জায়গায় ইগুয়ানা প্রজাতির স্ত্রী টিকটিকিটি ছিল সেখানে কোনও পুরুষ ইগুয়ানা কখনও রাখা হয়নি। কোনও ভাবে ইগুয়ানা ৮টি ডিম পাড়ে। সেই ৮টি ডিম নির্দিষ্ট সময়ে ফুটে তার থেকে বেরিয়ে আসে ৮টি ইগুয়ানা শাবক।

তারা দিব্যি আছে। তাদের যত্নও নেওয়া হচ্ছে চিড়িয়াখানায়। কোনও পুরুষ ছাড়াই ৮টি শাবকের অনায়াসেই জন্ম দিয়ে দিল স্ত্রী ইগুয়ানা। এটা বিশ্বাস করতেও পারছেন না ইংল্যান্ডের টেলফোর্ড-এর চিড়িয়াখানার কর্মী থেকে আধিকারিক কেউই।

তাঁরা এটা ভাল করে ভেবে দেখেছেন। খতিয়ে দেখেছেন। ওই স্ত্রী ইগুয়ানাটি কোনও সময় কোনও পুরুষ ইগুয়ানার সংস্পর্শেই আসেনি। এমনকি সকলের অজান্তেও যে সেটা হয়েছে এমনটাও নয়।

কারণ সেই ইগুয়ানাকে যেখানে রাখা হয়েছিল সেখানে বাইরে থেকে কোনও ইগুয়ানার পক্ষে ঢুকে পড়া অসম্ভব। তাহলে কীভাবে এটা সম্ভব হল? সেটাই কারও মাথায় ঢুকছে না। তাহলে কি ক্রমে পুরুষের প্রয়োজন আর থাকবেনা সন্তানের জন্মের জন্য। পৃথিবীর নিয়ম কি বদলাচ্ছে!

টেলফোর্ডের এক্সোটিক জু-এর কর্তৃপক্ষ তো এই ঘটনার পর স্পষ্ট করে জানিয়েই দিয়েছে যে এটা তাদের কাছে জীবনে একবারই দেখতে পাওয়ার মত বিচিত্র ঘটনা।

Share
Published by
News Desk