World

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ, ১১৬ বছরেও সুস্থ, এসেছিলেন ভারতেও

তিনিই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। বয়স ১১৬ বছর। গত এপ্রিলেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হয়েছেন তিনি। সবচেয়ে বেশিদিন বাঁচা মানুষটির রেকর্ড ভাঙতে কি পারবেন?

গত এপ্রিল মাসে ব্রাজিলের নান সিস্টার ইনা কানাবারোর পরলোকগমনের পরই তিনি হয়ে যান বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ। ১১৬ বছর বয়সে তিনি তাই এখন এক অধ্যায়। যিনি এখনও সুস্থই রয়েছেন। রয়েছেন একটি হোমে।

অবশ্যই তাঁকে যত্নে থাকতে হয়। তাঁর খাওয়াদাওয়া সবই মাপা। পুরো দিনটাই তাঁর নিখুঁত নিয়ম মেনে চলে। কিন্তু নিয়ম মেনে চলা মানুষ এ বিশ্বে কম নেই। ১৯০৯ সালে জন্ম ইথেল ক্যাটারহ্যামের। ব্রিটেনের হ্যাম্পশায়ারে জন্ম এবং বড় হওয়া।

তাঁর যখন ১৮ বছর বয়স তখন তিনি একবার ভারতেও এসেছিলেন। জীবদ্দশায় ২টি বিশ্বযুদ্ধ সহ গোটা বিশ্বটাকে চোখের সামনে অনেকটা বদলে যেতে দেখেছেন তিনি। সেই মানুষটি অবশ্যই আজ গোটা বিশ্বের কাছে এক বড় পাওনা।


পৌত্র, প্রপৌত্র রয়েছে তাঁর। ইথেল কারও সঙ্গে কথা কাটাকাটি করেননা। মনকে শান্ত রাখেন। এটা তিনি সারাজীবন মেনে চলেছেন। এটাও হয়তো তাঁর এই দীর্ঘজীবনের রহস্য।

১১৬ বছর বয়সী ইথেলের সাক্ষাৎকার নিতে অনেক সংবাদমাধ্যম আগ্রহী ছিল। কিন্তু ইথেল এই বছরই ১১৬ পূর্ণ করেও কাউকে কোনও সাক্ষাৎকার দেননি।

পৃথিবীর বুকে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকার রেকর্ড রয়েছে ফ্রান্সের এক মহিলার। জিন কামেত নামে ওই মহিলা ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন। গোটা বিশ্ব চায় ইথেল সেই রেকর্ড ভেঙে আরও বহুদিন এই পৃথিবীর বুকে সুস্থ দেহে বেঁচে থাকুন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *